Jalpaiguri Metro :- জলপাইগুড়িতে নতুন যুগের সূচনা ! কলকাতার মতো উত্তরবঙ্গেও আন্ডারওয়াটার মেট্রো নির্মাণ !”

Jalpaiguri Metro

Jalpaiguri Metro (জলপাইগুড়ি) :- এতদিন ধরে মেট্রোরেলগুলি কলকাতা কিংবা বড় বড় শহর গুলিতেই চলাচল করতো । বর্তমানে যেখানে  উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সেই মেট্রো স্টেশন তৈরি হচ্ছে । সরকারের এই নতুন উন্নয়নের সিদ্ধান্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লোকেদের মধ্যে এক দারুন উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রেল সরকারের এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপকভাবে কাজে জোর দিয়েছেন রেল কর্মীরা।

কলকাতার পর এখন Jalpaiguri Metro পরিষেবা চালু হচ্ছে । ভারতীয় রেল সরকারের এই সিদ্ধান্ত নেওয়ায় জলপাইগুড়ি জনসাধারণরা পুরোপুরি হতবাক হয়ে যায় । তাদের মুখে শোনা যায়, “আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে, উত্তরবঙ্গেও মেট্রো পরিষেবা চালু হবে ।” তবে এইসবের পরিপ্রেক্ষিতে রেল সরকার মেট্রো পরিষেবায় কি কি প্রযুক্তিগত মাধ্যম নিয়োগ করেছে, তা সরাসরি জেনে নিন ।

* জলপাইগুড়ি আন্ডারওয়াটার মেট্রো স্থাপন :-

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় সেরকম কোনো মেট্রো স্টেশন স্থাপন হচ্ছে না । এটি একটি কালীপুজোর থিম হিসেবে কলকাতার মেট্রোকে তুলে ধরা হয়েছিল । সেই মন্ডপের মূল বিষয় ছিল, কলকাতার মেট্রোকে কালীপুজোর থিমে ফুটিয়ে তোলা হবে । যেটি এ বছর দুর্গা পুজোতে কলকাতার সবচেয়ে বিখ্যাত পূজামন্ডপ জগত মুখার্জি পার্কে যে থিম করা হয়েছিল । তাই এবারের কালীপুজোর মরশুমে জলপাইগুড়ির একটি পূজা মন্ডপে সেই থিম ফুটিয়ে তোলা হয়েছে । যা দর্শকদের ব্যাপক নজর কেড়েছে । 

কালীপুজোয় ভীড় সামলাতে একাধিক ট্রেনের অনুশোচনা শিয়ালদহে !

* জলপাইগুড়ির কোন পূজোমন্ডপে আন্ডারওয়াটার মেট্রো থিম করা হয়েছিল ?

কলকাতার সেই আন্ডারওয়াটার মেট্রোর থিম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক ময়নাগুড়ি অঞ্চলের জাগরণী ক্লাবে সেই থিমটি ফোটানো হয়েছিল । ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কালীপুজোর মরশুমে বানানো কলকাতার আন্ডারওয়াটার মেট্রো থিমটির ভেতরে প্রবেশ করলে ঠিক যেন মনে হবে, দক্ষিণবঙ্গের সেই গঙ্গা নদীর ভেতর দিয়ে মেট্রো চলাচলের অনুভূতি । সেই প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে, বসার সিড়ির পাশাপাশি সিট, টেবিল, রেলপথের চার্ট ইত্যাদি ।

এমনকি দর্শকরা সেই প্লাটফর্মের ভেতরে থেকেই ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমা প্রদর্শন করতে পারবেন । হুবহু কলকাতা মেট্রোর মতো বাতানুকূল পরিবেশের পাশাপাশি 28 টি ট্রেনের কামরা ।

বর্ধমানে কালীপুজোয় ভয়ঙ্কর দুর্ঘটনা ! পরপর দুটো ট্রেনের সংঘর্ষে ঝাঁপ যাত্রীদের !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top