কলকাতার নতুন রুটে 24টি বাস অনুমোদন পেল, কোন রুটে কয়টি বাস? kolkata Bus Facilities,

Kolkata bus facilities

Kolkata Bus Facilities:- এখন আর যাত্রাপথে ভোগান্তি হবে না । রাজ্য সরকারের অনুমোদনে কলকাতার নতুন রুটে ছুটতে চলেছে NBSTC 24টি বাস । তাই আপনিও যদি কলকাতায় যান তাহলে সেই নতুন বাসের সুবিধা আপনিও উপভোগ করতে পারবেন । এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কলকাতার কোন রুট গুলিতে এই নতুন বাস গুলি চলাচল করতে চলেছে? হ্যাঁ! অবশ্যই জানা দরকার । কারণ আপনিও কলকাতায় গেলে এই নতুন বাসের পরিষেবা উপভোগ করতে পারবেন । 

রাজ্য সরকারের অনুমোদনে NBSTC 24টি বাস চালু করা হয়েছে কলকাতার বিভিন্ন রুটগুলিতে । অনুমোদনপ্রাপ্ত বাসগুলি যদিও কলকাতার হাওড়া, শিয়ালদা, বিধান নগর, কলকাতা স্টেশন এবং নিউ টাউনে যাতায়াত করলেও আজ শনিবার কলকাতার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর অনুপ্রেরণায় হাতিশালা থেকে কলকাতা স্টেশনের সংযোগ বিধানের মাধ্যমে 1টি চালু করা হয়েছে । 

এই বিষয়ে বড় দাবি করে রুট সচিব পলান প্রামাণিক, যিনি কেবি 16 এবং 260 রুটের বাসের মালিকও । তিনি জানিয়েছেন, এই রুটে মোট 24টি বাসের অনুমোদন দেওয়া হয়েছে । তবে বর্তমানে 8টি কারখানায় রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এগুলোর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে । তিনি আরও বলেন, আমরা 12টি বাস দিয়ে যাত্রা শুরু করছি । পরবর্তীতে এই রুটে 4টি CNG বাসও যুক্ত করা হবে ।’ 

বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিশেষভাবে উল্লেখ করেছেন যে, R G Kar হাসপাতালের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এই রুটে অজস্র মানুষ যাতায়াত করে । যার কারণে, এই বাস পরিষেবা (কলকাতা ও বিধাননগর), দুটি স্টেশনের সঙ্গে সংযুক্ত থাকবে ।

এর পরিপ্রেক্ষিতে ট্রেড ইউনিয়ন নেতা সতর্কবার্তা দিয়ে বলেছেন যে, “যাত্রাপথে বাসগুলো যদি পর্যাপ্ত যাত্রী না পায়, তবে এই রুটটি চলাচলের ক্ষেত্রে অনুপযোগী হয়ে উঠবে । অবশ্যই, টোটো এবং অটোরিকশাও চলাচল করবে, কিন্তু মূল রাস্তা দিয়ে বাস চালালে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে । তাই তাদের অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*