
Mahakumbh viral video:- মহাকুম্ভে আসা মহিলাদের পুণ্যস্থানেও এখন দেখছি রেহাই নেই । এই পুণ্যস্নানে আসা মহিলাদের স্নানের ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার ব্যবসা ও শুরু হয়ে গিয়েছে 1,999 টাকা থেকে 3,000 টাকা করে ।
প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আগমনী লক্ষ লক্ষ ভক্তরা তাদের আশা, আস্থা এবং ভরসা নিয়ে এখানে স্নান করতে আসছেন, আর সেইখানেই কিছু দুষ্কৃতীরা সেই মহিলাদের গোপনে করা স্নানের ভিডিও বানিয়ে জমিয়ে ব্যবসা করছে । খবর সূত্রে জানা গিয়েছে, মহাকুম্ভে গঙ্গার জলে ডুব দেওয়ার পর সেই সকল মহিলাদের কাপড় পরিবর্তনের ভিডিও এবং ছবি অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে । এমনকি বিভিন্ন সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম গুলিও এই আপত্তিকর ভিডিওগুলিকে অর্থের বিনিময়ে দেদার বিক্রি করছেন ।
খবরে আসতেই এই সমস্ত দুষ্কৃতিকারীদের কুকর্মকে উপেক্ষা করে কুম্ভ মেলার ডিআইজি বৈষ্ণব কৃষ্ণের বক্তব্য উঠে আসে, তিনি রীতিমত সেই সকল দুষ্কৃতিদের হুমকি দিয়ে বলেন যে সকল মানুষরা এই ধরনের অপরাধ কাজ করছে। তাদের ইতিমধ্যেই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । যেখানে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মতন প্লাটফর্ম গুলিতে মহিলাদের স্নানের ভিডিও ও কাপড় পরিবর্তনের বহু ভিডিও লিংকের মাধ্যমে শেয়ার করা হচ্ছে ।
এমন ধরনের লিঙ্ক শেয়ার করা হচ্ছে যেখানে ঢুকলে পরে এই ধরনের ভিডিও পাওয়া যায় বলে জানা গিয়েছে । এমনকি লিঙ্কে দেওয়া গ্রুপগুলিতে প্রবেশের জন্য সদস্যদের কাছ থেকে 1,999 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে ।
তদন্তসূত্রে, টেলিগ্রামে দুটি গ্রুপের সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে স্নানরত মহিলাদের গোপন ভিডিও শেয়ার করা হচ্ছে । গ্রুপগুলির নাম হলো,
“Ganga River Open Bathing Group”,
“Hidden Bath Videos Group” এবং
“Open Bath Videos Group”
টেলিগ্রাম বিশ্লেষণ প্ল্যাটফর্ম টেলিমেট্রিয়োর তথ্য অনুসারে, 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে “open bathing” শব্দটির অনুসন্ধান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । এই ভিডিও এবং ছবিগুলিতে মহিলাদের স্নান করতে দেখা যায়, যেখানে তারা গামছা দিয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করছেন ।
Leave a Reply