RG Kar কাণ্ডে সঞ্জয় রায়কে কেন ফাঁসি দেওয়া হল না ? জানুন বিস্তারিত ..

RG Kar (কলকাতা) :- আরজি কর কাণ্ডে রাজ্যের শীর্ষ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর গত শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে । এরপর, আজ সোমবার তার শাস্তি ঘোষণা করা হয়, যেখানে তাকে যাবজ্জীবন কারাগারে রাখা হবে বলে জানা গিয়েছে ।

রাজ্যের শীর্ষ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর আরজী কর কাণ্ডে অপরাধী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল । এই প্রাণদণ্ড ঘোষনা সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল । এরপর সঞ্জয়ের পাল্টা আইনজীবী আদালতের কাছে অনুরোধ জানিয়ে বলেন, মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনও শাস্তি দেওয়ার জন্য । আইনজীবীর এই অনুরোধের পরে বিকেল 3 টে বাজতে 15 মিনিট আগেই তার সাজা ঘোষণা করা হয় ।

এছাড়াও RG Kar কাণ্ডে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গত শনিবার উচ্চআদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল । তবে বাকি ছিল সাজা ঘোষণা । সোমবার শিয়ালদহ আদালতে সেই রায়ও ঘোষণা করা হয়ে যায় ।

অন্যদিকে, Sanjay Roy এদিনও আদালতে বারবার দাবি জানান যে, সে সম্পূর্ণ নির্দোষ । তার বক্তব্য, এই ঘটনায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে । সঞ্জয়ের আরও অভিযোগে শোনা যায়, তাকে দিয়ে জোর করে যেখানে খুশি সই করিয়ে নেওয়া হয়েছিল ।

এরপর সিবিআই আদালতে এই ঘটনাকে “বিরলের মধ্যে বিরলতম” বলে বর্ণনা করেছেন । সিবিআইয়ের তরফ থেকে সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন জানানো হয়, যা হলো মৃত্যুদণ্ড । তবে বিচারক মৃত্যুদণ্ড নয়, বরং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top