Donald Trump:- বিগত বছরগুলিতে চলে আসা মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এত বড়ো ম্যান্ডেন্ট খুঁজে পাওয়া যায়নি । মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইলেকটোরাল, পপুলার ভোট, সুই স্টেট গুলির মধ্যে সকল স্থানেই তিনি সাফল্য অর্জন করে এসেছেন । তবে তিনি এ বছরও ঠিক সেই জায়গাতে থেকেই দ্বিতীয়বারের মতন মেয়াদের অভিষেক অর্জন করে ।
তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের মানডেন্ট একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে । কেবলমাত্র দুটি জিনিসের উপর ভিত্তি করেই অর্থাৎ ভোটারদের সম্মতির জন্যই তার এই বিজয় লাভ হয়েছে । তাই একদিকে যেমন এটি শান্তি, অপরদিকে হচ্ছে যুদ্ধ থামানো । বিগত কয়েক মাস ধরে বাইটেনের সম্মতিতে দুটি দেশের মধ্যে প্রবল যুদ্ধ চলছিল । তবে গাজার যুদ্ধ থামানোর পেছনে ট্রাম্প সরাসরি নেতৃত্ব দিনে মাধ্যমে চাপ দিয়েছিলেন, যা ফোনালাপের মাধ্যমে শোনা যায় ।
তিনি অভিবাসনের এক বক্তৃতায় বলেন, “আই ওয়ান্ট টু বি আ পিস বিল্ডার এন্ড স্টপ অল অয়ার ।” তবে এখন দেখার বিষয় হচ্ছে, ব্রিটেনের পক্ষে এই বক্তব্য কতটা কার্যকরী হয় ।অপরদিকে আরও একটি কারণে Donald Trump মেন্ডেট পেয়েছেন, তাহলে “মেক আমেরিকা গ্রেট এগেইন ।” তার এই বক্তৃতার মাধ্যমে বোঝা গিয়েছে, বর্তমানে আর এখন আমেরিকায় ‘গ্রেট’ নেই ।
এরপর তিনি ভাষণে আরো বলেছেন, “ডিক্লাইন অফ আমেরিকা উইল স্টপ টুডে ।” অর্থাৎ এই যুদ্ধের ফলে বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি চালু করার জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, যা আগামীতে বন্ধ হয়ে যাওয়া উচিত ।এরপর তিনি আরও বলেছেন, ইতিমধ্যেই মেক্সিকোর সীমান্ত জরুরি অবস্থা বাস্তবায়িত করা হবে । একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কথা দক্ষিণ সীমান্ত বরাবর ম্যাক্সিমো সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে নজরদারি করার জন্য নির্দেশ দেওয়া হবে ।
এছাড়াও অভিবাসন সংক্রান্ত দীর্ঘমেয়াদী নীতির অবসান ঘটানো হবে । যার ফলে উক্ত দেশটির কর্তৃপক্ষের বিচার অনুযায়ী গির্জা ও বিদ্যালয় গুলিতেও অবৈধ অভিবাসন বিরোধী আন্দোলন পরিচালনা করতে পারবেন ।
তবে ট্রাম্প যে সবচেয়ে বড় নির্বাচন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে বিপুল অর্থ ব্যয় করতে হবে ।
এক নজরে পড়ুন:- Jagdeep Singh:-দৈনিক 48 কোটি এবং বছরে 17,500 কোটির বেতন প্যাকেজ ! আয়ের পিছনে সিংহের ব্যতিক্রমী সাফল্যের গল্প জানুন !