Vista Dome Coach ( Jalpaiguri to Howrah ) :- পূর্ব থেকেই ভারতীয় বাঙ্গালীদের কাছে পাহাড় অত্যন্ত প্রিয় । গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলগুলিকে যেন ভারতীয় পর্যটকরা হাতছানি দেয় । এতদিন থেকে নিউ জলপাইগুড়ি যাত্রাপথে নামমাত্র কয়েকটি কোচে এই ব্যবস্থা ছিল । তাই পাহাড়ি অঞ্চলের যাত্রাপথকে আরও দ্বিগুণ আনন্দদায়ক করার জন্য ভারতীয় রেল সরকার হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ন্যূনতম ভিস্তা ডোম কোচ ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে ।
ফলে কেবলমাত্র পাহাড়ই নয় এখন থেকে যাত্রাপথেও সৌন্দর্য উপভোগ করতে চলেছে পর্যটন কারীরা । রেল সূত্রে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ন্যূনতম ভিস্তা Vista Dome Coach 2024 এর 1 জুলাই থেকে শুরু করে আগামী বছর 2025 এর 30 জুন পর্যন্ত এক অস্থায়ীভাবে পরিকল্পনা সংযুক্ত করা হবে । ভারতীয় রেল সরকারের আধুনিক কোচ ব্যবস্থাটি উপস্থাপনায় রেল যাত্রীবাহীরা খুবই আনন্দ প্রকাশ করে ।
পর্যটকদের আকর্ষণকারী যাত্রাপথে সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল সরকার এই প্রথম হাওড়া থেকে উত্তরগামী নিউ জলপাইগুড়ির যাতায়াতকারী রেলপথে Vista Dome Coach নামানো হলো । এছাড়াও ট্রেনটিতে শুধুমাত্র একদিকে জানালা নয় চারিদিকে এর সৌন্দর্য রয়েছে । ফলে পাহাড়ই নয় যাত্রাপথেও সৌন্দর্য উপভোগ করবে পর্যটকরা ।
*আরও পড়ুন :- ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়িত করলেন শেখ হাসিনা ! বিস্তারিত তথ্য জেনে নিন …
চলাচলকারী নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসগুলিতে সাধারণত 14 টি বগি ছিল । কিন্তু বর্তমানে পর্যটকদের যাত্রা পথে আকর্ষণকারী রোমাঞ্চকর 1 টি ভিসতা ডোম কোচ যোগ করে 15 বগি সম্পন্ন করা হল । ভারতীয় রেলপথে এতদিন ধরে নিউ জলপাইগুড়ি যাত্রাপথে নামমাত্র কয়েকটি কোচে এই ব্যবস্থা ছিল । ভিস্তা ডোম কোচটি এই প্রথম কলকাতার রেলপথে নামানো হচ্ছে ।
রেল সূত্রে জানা গিয়েছে , 2024 এর 1 জুলাই থেকেই যাত্রীবাহীরা এই ন্যূনতম কোচটিতে যাতায়াত করতে পারবেন । তবে আগামী বছর 2025 এর 30 জুন পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে । তার কারণ যাত্রীদের জনপ্রিয়তার ওপর নির্ভর করবে ট্রেনের দীর্ঘস্থায়ী পরিষেবা চালু থাকবে কী না ?
*পড়তে থাকুন :- চাপাচাপির দিন শেষ হচ্ছে ! জনগণের আর ভিড় থাকবে না ! বিরাট আপডেট দিল শিয়ালদহ লোকাল স্টেশন …
* Vista Dome কোচটি কী ?
Vista Dome Coach হল আধুনিক জগতের সুযোগ-সুবিধা সম্পন্ন ও দৃশ্য উপভোগকারী ভিউযুক্ত একটি কোচ ব্যবস্থা । এই কোচটির বিশেষত্ব হচ্ছে , ৩৬০° ঘূর্ণায়মান আরামদায়ক চেয়ার , দৃশ্য প্রলোভনকারী কাচের জানালা সহ ছাদের সুন্দরতা । যার ফলে যাত্রীরা 180° সম্পন্ন চারিপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন ।
*Vista Dome কোচটিতে কি কি ব্যবস্থা রয়েছে ?
ভিস্তা ডোম কোচটিতে বিভিন্ন আরামদায়ক ও VIP ব্যবস্থার সাথে রয়েছে ন্যূনতম প্রযুক্তিগত মাধ্যম । কোচডিতে রয়েছে – 180° সম্পন্ন ছাদ সহ কাচের জানালা , ঘূর্ণায়মান ও পুশব্যাক সহ আরামদায়ক চেয়ার , WiFi , LED screen DIsplay , স্লাইডিং দরজা , CCTV ক্যামেরা , Mobile চার্জিং সকেট , Brail signal , Fire Detection ও Alarm সহ আরও বিভিন্ন ধরনের প্রযুক্তি উপলব্ধ রয়েছে ।
Pingback: Rathyatra Railway Services :- জগন্নাথ মন্দিরের রথযাত্রা দর্শনে চালু হচ্ছে 2 টি স্পেশাল ট্রেন ! ইতিমধ্যেই টিকিট কেটে
Pingback: Railway New Updates :- অশ্বিনী বৈষ্ণব ভারতের লোকো পাইলটদের নিয়ে বড় দাবি করলেন ! পাল্টা জবাব দিতে হলে রাহুল গা
Pingback: Mahakumbha 2025 :- কুম্ভমেলায় মুসলিম দোকানদারদের উপস্থিতির ওপর কঠোর পদক্ষেপ নিলেন নাগা সাধুসন্তরা ! - Sambad Taran