Viral Video :- “সোশ্যাল মিডিয়ার ভাইরাল নোবেল রবিনসন এখন বাংলাদেশে !”

Viral Video (বাংলাদেশ) :- বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন খ্যাতিনামা ‘নোবেল রবিনসন’। নিজের বানানো ভিডিও স্টাইলে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা এই ইনফ্লুয়েন্সার এবার হাজির হয়েছেন বাংলাদেশের ‘লালবাগ কেল্লায়’ । বড় বড় চুলের পাশাপাশি তার নাচের স্টাইলের জন্য ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয় ডান্সার হয়ে উঠেছেন ।

সোশ্যাল মিডিয়ায় খ্যাতিনামা এই নোবেল রবিনসন তার জনপ্রিয়তা অর্জন করেছেন দেশজুড়ে বিখ্যাত “কাম ডাউন, কাম ডাউন” গানে নাচের ভিডিও বানিয়ে। তার ভিডিওতে দেখা যায়, তিনি হঠাৎ করে কারও ফোন হাতে নিয়ে সেই গানের তালে তাল মিলিয়ে তিনি নিজে এবং অপর ব্যক্তিকে নিয়ে নাচতে শুরু করেন । তার এই জনপ্রিয় ড্যান্স ও আনন্দদায়ক ভঙ্গিমার জন্যই তিনি বিশ্বের নানা দেশে পরিচিতি লাভ করেছেন । এমনকি তিনি বাংলাদেশে এসেও তার নিজস্ব স্টাইলে ভিডিও তৈরি করেছেন ।

* ‘লালবাগ কেল্লায়’ নোবেল রবিনসনের তৈরি ভিডিও :-

বাংলাদেশে ভ্রমণের সময় তিনি বাংলাদেশের ঐতিহাসিক স্থান ‘লালবাগ কেল্লা’ থেকেও নিজের তৈরি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন । তার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি ‘কাম ডাউন’ গানের তালে তাল মিলিয়ে নেচেছিলেন । ভিডিওর ক্যাপশনে তিনি বলেছিলেন, “হ্যালো বাংলাদেশ! আই এম হেয়ার ।” এরপরই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে । এমনকি বাংলাদেশের স্থানীয় জনগণ তাকে দেখার জন্য জমায়েত হন ।

* বাংলাদেশী সিনেমার গানে নাচ :-

তবে নোবেল রবিনসন শুধুমাত্র ‘কাম ডাউন, কাম ডাউন’ গানেই নয়, বাংলাদেশে এসে তিনি স্থানীয় জনপ্রিয় সিনেমার গানেও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার জনগণকে চমক লাগিয়ে দিয়েছেন । এরপর থেকেই তার সমস্ত ভিডিওগুলি সংবাদমাধ্যমে আলোচনার শীর্ষে পৌঁছতে শুরু করে ।

শাহরুখের ঘড়ির দাম জানলে অবাক হবেন, এই দামে মিলবে একাধিক ফ্ল্যাট ও গাড়ি!

* ভারতে নোবেলের ভাইরাল হওয়া কাহিনী :-

বর্তমানে নোবেল বাংলাদেশে আসার আগেও তিনি ভারতে ভ্রমণ করেছিলেন । যেখানে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলেন । এরই মাঝে ভারতকে বিদায় দেওয়ার সময় তার সাথে একটি মজার ঘটনা ঘটে । যেখানে ভারতের স্থানীয় শিশুরা তাকে ‘কাম ডাউন, কাম ডাউন’ গানে নাচতে মানা করে এবং ভারতের জনপ্রিয় গানে নাচার জন্য অনুরোধ করে । অবশেষে তিনি বাচ্চাদের কথা উপেক্ষা করে নিজের টুপি খুলে আইকনিক বড় বড় চুলে ভারতের সবচেয়ে জনপ্রিয় ‘গুলাবি সারি’ এই গানটিতে নাচতে শুরু করে । ইতিমধ্যেই তার সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে 1 কোটিরও বেশি মানুষরা দেখেন ।

* নোবেল রবিনসনের কর্মজীবন এবং জনপ্রিয়তা অর্জন :-

পেশাগত দিক থেকে নোবেল রবিনসন একজন ‘ড্যান্সার’ । মাত্র 22 বছর বয়সী যুবক, তার নাচের স্টাইলের জন্য বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন । তবে প্রথম দিকের নিজস্ব কিছু ভিডিওতে তাকে কিছুটা লাজুক মনে হলেও, ধীরে ধীরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে নিজের মতন করে ড্যান্সের ক্যাটাগরি শেখাতে শুরু করেন । এরপর থেকেই তার ভাইরাল হওয়ার যাত্রা শুরু হয় এবং কোটি কোটি মানুষের মন জয় করেন ।

বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 4 কোটিরও বেশি ফলোয়ার রয়েছে । এছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও তার মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে । তবে শুধুমাত্র বিনোদনই নয়, তার ভিডিওগুলি মানুষকে আনন্দদায়ী এবং নাচের প্রতি ভালোবাসা তৈরিতে আকৃষ্ট করে ।

* বাংলাদেশের মাটিতে নোবেল রবিনসনের জনপ্রিয়তা লাভ :-

এদিন বাংলাদেশের মাটিতে নোবেল রবিনসন এসেছেন এবং তার উপস্থিতি ইতিমধ্যেই দেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে । প্রতিনিয়ত তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । এছাড়াও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে দিয়ে নিজের তৈরি এই ভিডিওগুলি দেশের পাশাপাশি আন্তর্জাতিক জনগণকেও আকর্ষণ করছে ।

বুর্জ খলিফার শীর্ষে ‘মিস্টার বিস্ট’ এর করা ভাইরাল ভিডিও! ভিডিও স্যুট নেটিজেনদেরব্যাপক নজর কাড়ছে!

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top