Viral Video:- সমাজ মাধ্যমে একের পর এক পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি এমনই এক ভিডিও ভাইরাল হল । পরকীয়া করতে গিয়ে রাস্তার মাঝেই স্ত্রীর গনধোলাই খেলেন স্বামী । যুবকের পত্নীর এই অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় জনসাধারণসহ পুলিশ রেফারীও তকমা লেগে যায় ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, স্বামী ধর্মবীর কুমার এবং স্ত্রী রশ্মি দেবী নামের এক দম্পতির বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনা প্রকাশ্যে আসে । বিগত সাত বছর ধরে বিবাহিত এই দম্পতির মধ্যে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে খবর মাধ্যমে এটি জায়গা করে নেয় ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কোন এক পরকীয়া সংক্রান্ত অভিযোগ নিয়ে স্ত্রী তার স্বামীকেই রাস্তার মাঝে বেঁধুম পিটুনি দিচ্ছিলেন । এরপরই সেই চত্বরে শোরগোল শুরু হয়ে যায় বাড়তে থাকে লোকের ভিড় । যদিও তাদের মারপিট থামানোর জন্য সেখানকার লোকেরা এগিয়েছিলেন কিন্তু তাতেও কোন লাভ হয়নি । এরপরে তাদের এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার পাশাপাশি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং নানান ধরনের কটাক্ষ মন্তব্যের বর্ষণ হয় । এই ভাইরাল হওয়া ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে ।
আরও পড়ুন:- উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় মহিলা কনস্টেবলকে ধরে মারধর ও চুম্বনের চেষ্টা ! ভীড় জমতেই চম্পট বাইকার !
রাস্তায় জনসমক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে এই বিবাদ তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে । ভিডিওটিতে, রশ্মি তাঁর স্বামী ধর্মবীরের কলার ধরে তাঁকে গালিগালাজ করেন, পাল্টা হাত-পা ও ছোড়েন ধর্মবীর । তাদেরকে ঘিরে ভিড় জমে যাওয়ার পরেও পরিবারের সদস্য ও পথচারীরা শান্ত করতে ব্যর্থ হন স্থানীয় জনগণ । এরপর পরিস্থিতি আরোও জটিল হয়ে ওঠায় পুলিশ দু’জনকে ধরে থানায় নিয়ে যান । তারপর তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশ্ন ও ধর্ম বীরের দুটি সন্তানও রয়েছে ।
এরপর একদিকে পুলিশসূত্রে স্বামীর বিরুদ্ধে রশ্মি অভিযোগে, সংসারের খরচ চাওয়ায় ধর্মবীর তাকে মারধর করেন এবং তিনি এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন । অন্যদিকে, ধর্মবীরের দাবি, রশ্মি গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং সেই যুবক সম্প্রতি তাঁকে মারধর করেছেন । এই সম্পর্কের টানাপোড়া থেকেই তাদের মধ্যে তিক্ততা বাড়ে এবং এর বিরুদ্ধে রশ্মি থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে ধর্মবীর তাঁকে মাঝপথেই আটকানোর চেষ্টা করেন । ঠিক সেই সময়ই তাঁদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় ।
আরও পড়ুন:- সাপের কামড়ে ভয় পেলেন না যুবক, সত্যি নাকি নাটক? ভাইরাল ভিডিও কী বলছে?