Viral video in petrol pump:- “তেলের টাকা না দিয়েই চম্পট!” চালকের এমন ঘটনার পেছনের রহস্য কী জানেন ?

Viral video in petrol pump:- দেশের বিভিন্ন পেট্রলপাম্প গুলিতে নানান ধরনের ভাইরাল হওয়া ভিডিও পাশাপাশি আরও এক নতুন ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওটিতে দেখা গিয়েছে, গাড়ির চালক গাড়িতে তেল ভরাট করার পর, সেই তেলের প্রাপ্য বিল চাওয়ার ফাঁকেই তিনি গাড়ি নিয়ে পলায়ন করেন । যা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ।

সেই পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঞ্জাবি পরনে একটি ফোর হুইলার গাড়ি সর্বপ্রথম সেই সাইটে গিয়ে তেল ভরানোর জন্য বলেন । তারপর সেখানের কর্মীরা চালকের পরিমাণ মাফিক তেল ঢুকিয়ে দেয় ।

এরপরই যখন দেখা গিয়েছে তিনি তেলের বিলের জন্য কর্মীকে বলে পাঠান রিসিপ কপি আনার জন্য । কিন্তু ততক্ষণে সেই চালক সঠিক সময়ের জন্য অপেক্ষায় থাকার পর সে গাড়ি নিয়ে চম্পট হয়ে যান । এমনকি তিনি ন্যায্য মূল্যে তেলের টাকাও দেননি ।

স্কুটির ধাক্কায় ভয়ংকর দুর্ঘটনা, কিন্তু কীভাবে বাঁচলেন তরুণ? জানুন ভিডিওতে …

তবে এতেই শেষ নয়, ভিডিওতে আরও দেখা গিয়েছে । যখন সেই চালক গাড়ি নিয়ে পলায়ন করে । এরপরই তাকে দার করার জন্য সেই পাম্পের কর্মীরাও ছুটতে শুরু করেন । পাশাপাশি এও দেখা যায় সেই চালকের পেছনে ছিল পুলিশের গাড়ি । সেই গাড়িও তাকে ধরার জন্য পেছনে ছুটতে শুরু করে ।

সমাজ মাধ্যমে প্রকাশ হওয়া এই ভিডিও দারুণভাবে ভাইরাল হচ্ছে । বর্তমানে এই ভিডিওটিতে এখনও পর্যন্ত লক্ষ্যেরও বেশি দর্শকরা দেখেছেন ।

অবশেষে খবর মাধ্যমে জানা গিয়েছে, স্থানীয় petrol pump এর কর্মকর্তারা তাকে ধরার জন্য পুলিশ সূত্রে খবর দেন । খবর দিলে পরে সেই গাড়ি আরোহীকে ধরার জন্য তদন্ত নেওয়া হয় ।

“বেনারসির বিকিনি পরে বিবাহ সম্পন্ন তরুণীর!” তরুণীর এই কাহিনীর পেছনের রহস্য জানেন কী?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top