Vande Bharat Express :- এবারের দীপাবলিতে সর্বোচ্চ লম্বা দৈর্ঘ্যের বন্দে ভারত ছুটতে চলেছে ! ভাড়া কত হতে পারে সরাসরি জেনে নিন !

Vande Bharat Express

Vande Bharat Express :- ভারতীয় রেলপথগুলিতে শতাব্দী এক্সপ্রেস যে রুটে চলাচল করতো, সেই রুটেই এখন থেকে বন্ধে ভারতও চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী । শতাব্দী এক্সপ্রেস এর তুলনায় বন্ধ ভারত এক্সপ্রেসটি সবচেয়ে লম্বা , আরামদায়ক এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ায় বেশিরভাগ যাত্রীদের চলাচল এই বন্দে ভারত ট্রেনের মাধ্যমেই চলছে । রেল সরকার দিল্লি-পাটনা পর্যন্ত এই নূন্যতম বন্দে ভারত ট্রেনের মূল ভাড়া 2,575 টাকা করেছে এবং খাবার ব্যবস্থাসম্পন্ন এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 4,655 টাকা করেছে ।

বেশিরভাগ যাত্রীদের নজর করছে বলে এখন থেকে বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে পাটনা পর্যন্তও যাতায়াত করবে বলে সরকার জানিয়েছেন । দীপাবলি ও ছট পূজা উপলক্ষে যাত্রীদের বিশেষভাবে সুবিধার্থের কথা মাথায় রেখে রেলসরকার এই ট্রেনের সূচনা করেছেন । ফলে যাত্রীরা ন্যূনতম বন্দে ভারত ট্রেনের মাধ্যমে খুবই কম সময়ে তারা তাদের বাড়ি পৌঁছতে পারবেন ।

ভারতীয় রেল সরকার অন্যান্য রুটগুলিতে বন্দে ভারত ট্রেনের অনুশোচনা সেরকম ভাবে না করলেও, বর্তমানে দিল্লি থেকে পাটনা পর্যন্ত একটি ন্যূনতম লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট বন্দে ভারত ট্রেন চলাচলের কথা বলেছেন । আগামী 30 অক্টোবরের মধ্যেই ট্রেনটি দিল্লি থেকে পাটনা রুটে চলাচল শুরু করবে । যেখানে ট্রেনটির দিল্লি থেকে পাটনা পর্যন্ত 994 কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় 11.5 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন ।

মাত্র ২ মাসের মধ্যেই আসতে চলেছে স্লীপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস !

এই রুটে আগে বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলত । যেখানে ট্রেনটির দিল্লি থেকে বারাণসী পর্যন্ত 771 কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় 8 ঘন্টা সময় লেগে যেত । যেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2019 সালের 15 ফেব্রুয়ারি দিল্লি থেকে বারানসি পর্যন্ত যাতায়াতের সূচনা করেছিলেন । তবে এখন থেকে সেই রুটেই আগের দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত ট্রেনের পরিবর্তে আরও দীর্ঘ ও দ্রুতগতিসম্পন্ন বন্দে ভারত ট্রেনের অনুশোচনা করেছেন ভারতীয় রেলমন্ত্রী ।

এই ন্যূনতম বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে পাটনা পর্যন্ত যাতায়াত করবে । পূর্বে যে রুটে শতাব্দী এক্সপ্রেস চলাচল করতো । তবে বন্দে ভারত ট্রেনগুলি স্লিপার ক্লাস যুক্ত না হওয়ায় এটি চেয়ারকার সিস্টেমেই চলাচল করছে । যদিও বন্দে ভারত ট্রেনগুলিকে স্লিপার ক্লাসযুক্ত বানানোর পেছনে সরকার নানান পরিকল্পনাও নিচ্ছেন ।

দিল্লি থেকে বারাণসীগামী এই নতুন বন্দে ভারত ট্রেনটি সর্বপ্রথম দিল্লি থেকে 08 : 25 মিনিট সময়ে পাটনার জন্য রওনা দিবে এবং সন্ধ্যে 08 : 30 মিনিটে পাটনায় পৌছাবে । দিল্লি থেকে পাটনা পর্যন্ত যাতায়াতকারী নূন্যতম বন্দে ভারত ট্রেনের মূল ভাড়া 2,575 টাকা এবং খাবার ব্যবস্থাসম্পন্ন এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 4,655 টাকা করা হয়েছে ।

ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেনে নিন ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top