Urvashi Rautela:- বিয়ের পিঁড়িতে অর্পিতার আড়াই বছরের নিষেধাজ্ঞার রহস্য কি ?

Urvashi Rautela:- সমাজ মাধ্যমে নেটিজেনদের মুখে প্রায়শই একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রী উর্বশীর ওপর,”কবে বিয়ে করছেন উর্বশী?” ভক্তদের এই প্রশ্নের উত্তরে তিনি সমাজ মাধ্যমে জানান, “আগামী আড়াই বছরের মধ্যে নাকি তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না ।” ইতিমধ্যেই এই উক্তি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে । লোকমুখে নানান মন্তব্য,প্রশ্ন শোনা যায় । তাই এখন হয়তো আপনার মনেও প্রশ্ন রয়েছে, কেন ঊর্বশী আড়াই বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না? আসুন জেনে নিন এর পেছনে রহস্য কি ?

বলিউড চলচ্চিত্রে ঊর্বশী রাউতেলার কাছে ‘মোস্ট ইলিজিবল ব্যাচেলার’ উপাধিও রয়েছে । তার ওপর শতধিক বিতর্ক জড়ালেও, পুরুষ অনুরাগীদের সংখ্যায় কোনরকম ঘাটতি তিনি এখনো পাননি । তাই সমাজমাধ্যমের তার ওপর প্রিয় অনুরাগীরা তার বিয়ে নিয়ে নানান প্রশ্ন করছেন । তাদের মধ্যে কেউ কেউ বলছেন, “কবে বিয়ে করছেন ঊর্বশী?” *

ঊর্বশীর বিয়ের আড়াই বছরের নিষেধাজ্ঞার কারণ কী ?

অনুরাগীদের এই প্রশ্নে ঊর্বশী জানান, “তিনি আগামী আড়াই বছরের মধ্যে কোনভাবেই বিয়ে করতে পারবেন না ।”কারণ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার বর্তমান সময়ে এমন একটি দশা চলছে, যা তার বিয়ের পক্ষে মোটেই শুভ নয় । অর্থাৎ তার জীবনে এক ধরনের কাটনি যোগ চলছে । একটানা আড়াই বছর ধরে এই দশা চলতে থাকবে । তাই নানান দিক অনুসরণ করে বিয়ের জন্য আপাতত কিছুদিন সময় নিচ্ছি । আরও পড়ুন:- বাহা’ চরিত্রে খ্যাতি অর্জন, জনপ্রিয়তার শীর্ষে রণিতা দাস, এখন কোথায় ?

কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চলাকালীন ব্যক্তির জীবনে নানান ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় । বিয়ের পাশাপাশি অন্যান্য শুভ কাজেও এই দশা বাধা সৃষ্টি করতে পারে । তাই এজন্যই বিয়ের জন্য আড়াই বছর নাগাদ সময় নিচ্ছি ।

এরপর তিনি আরও বলেন, “ সমাজ মাধ্যমে আমার সঙ্গে রিসব কন্ঠের যে নাম জড়িয়ে মিম শেয়ার হচ্ছে, তা পুরোপুরি গুজব ও ভিত্তিহীন বিষয় । ব্যক্তিগত জীবনে আমি বেশিরভাগই সবার থেকে আড়ালে থাকতে পছন্দ করি । তাই এইসব ভুল বিষয়ের মধ্যে আমাকে না জড়ানোটাই ভালো ।

এছাড়াও ঊর্বশী এক সাক্ষাৎকারে তিনি এও দাবি করেছিলেন, তার সঙ্গে দেখা করার জন্য ঋষভ পান্থ হোটেলের এক রুমে একটানা দশ ঘন্টা যাবত অপেক্ষা করছিলেন । এরপর ঋষভ তার সাথে সাক্ষাৎকারে পর ঊর্বশীকে অপ্রকাশিত মেনশন করে বলেছিলেন, “খ্যাতি পাওয়ার জন্য মানুষ কী ভাবে মিথ্যে বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায় ।”

“মাতৃত্বের গর্বে শ্রীময়ী !” রেশমী বস্ত্রে শ্রীময়ীর মাতৃত্বকালীন ছবি প্রকাশ !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*