Urvashi Rautela:-“রূপালি কি সত্যিই ‘অনুপমা’ ছাড়ছেন? উর্বশীর অশালীন নাচে কটাক্ষের ঝড়!”

Urvashi Rautela:- বিতর্কের অভিমুখে আবারও ফিরে এলেন উর্বশী রাউতেলা । একদিকে তো তার ওপরে নানান ধরনের সমালোচনার ঝড় । অপরদিকে আরও এক গুজব ছড়ায় সমাজ মাধ্যমে । যেখানে তিনি অভিনয়ের মধ্যে বাবার বয়সী প্রায় 68 বছরের এক নায়কের সঙ্গে উর্বশী 30 বছর নারী 30 বছরের নারী উর্বশী ভিডিও করেন যা এখন সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল ।

সমাজমাধ্যমে ওই ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্যে অভিনেত্রী ঊর্বশীকে বলেন, তিনি নাকি “অশ্লীল ভঙ্গি” করেছেন । এরপর থেকেই তার ওপর তীব্র কটাক্ষ মন্তব্যের ঝড় উঠে আসে । কেউ কেউ বলেন “কিভাবে এমন কুরুচিকর নাচ করতে রাজি হলেন উর্বশী ?”

এরপর একজন ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এ কি দেখতে হচ্ছে…. মেয়ের বয়সে নায়িকার সঙ্গে একজন বয়স্ক ব্যাক্তি এমন নাচ করছেন ? কোরিওগ্রাফার যাই শেখাক, নায়ক কিভাবে রাজি হলেন ?”

আরও পড়ুন :- “সুইমিং পুলে শেখর ধাওয়ান ও হুমা কুরেশির অন্তরঙ্গের ভিডিও ভাইরাল।” নেটিজেনদের বক্তব্য কী ?

এছাড়াও 2013 সালে সানি দেওলের ছবি “সিং সাব দ্য গ্রেট”-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন Urvashi Rautela । তবে এতদিনেও তাঁর সিনেমাগুলির মধ্যে বড় কোনও ‘হিট সিনেমা’ নেই । তবে বর্তমানে তিনি তেলুগু সিনেমা “ডাকু মহারাজ”-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যেখানে ববি দেওলও তাঁর সহ-অভিনেতা । সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী 12 জানুয়ারির মধ্যেই ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঊর্বশীর একটি মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে দারুন আলোচনা চলছে । যেখানে তিনি সেই ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে বলেন,”এখন বিয়ের জন্য উপযুক্ত সময় নয়, কারণ ‘কাটনি যোগ’ চলছে । এই সময় বিয়ে করলে ভালো না হয়ে, উল্টো খারাপ হতে পারে ।” তবে ঊর্বশীকে ঘিরে এই মন্তব্যও কম বিতর্ক সৃষ্টি করেনি ।

আরও পড়ুন :- আপনি কী চিত্রনাট্যের জন্য ‘নগ্ন’ হতে প্রস্তুত ? বিজ্ঞাপন সংস্থার এই ‘অশ্লীল’ প্রস্তাব নিয়ে কী বললেন উরফি ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top