Chhattisgarh murder case:- ছত্তীসগঢ়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরের নির্মম হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে । এই সাহসী সাংবাদিক ছত্তিশগড়ের এক সড়ক নির্মাণ প্রকল্পে ঘটে যাওয়া 56 কোটির প্রকল্পকে 102 কোটির হিসাব দেখিয়ে দুর্নীতির পর্দাফাঁস করেছিলেন । এই পর্দাফাসই তার জীবনে মৃত্যুকে ডেকে আনে । তবে দুর্ভাগ্যজনকভাবে, এই দুর্নীতিতে রাজ্যের কন্ট্রাক্টরসহ তাঁর নিজস্ব কিছু আত্মীয়রাও জড়িত ছিলেন ।
তবুও, নিজের সততা এবং পেশাদারিত্ব থেকে এক বিন্দুও তিনি পিছু হননি । বর্তমান সময়ে যেখানে অনেক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে এসি নিয়ন্ত্রিত নিউজরুমে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, সেখানে মুকেশ একাই মাঠে নেমে আদিবাসীদের সমস্যা এবং স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে প্রকৃত সাংবাদিকতার উদাহরণ স্থাপন করেছিলেন । তাঁর এই সাহসী পদক্ষেপ আধুনিক সাংবাদিকতায় একটি দীপ্তিমান দিশারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন :- মদ খেয়ে যুবতীর নাজেহাল পরিস্থিতি ! অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ।
কিন্তু এই সততার মূল্য তাঁকে নির্মমভাবে পরিশোধ করতে হয়েছে । তাঁকে কুঠারের আঘাতে হত্যা করা হয়, যা শুধুমাত্র তাঁর পরিবারই একা নয়, সারা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে । তাই আজ মুকেশ চন্দ্রকরের এই ঘটনা নিয়ে দেশ নীরব, রাজনীতিবিদরা নীরব, এমনকি অনেক বড় সাংবাদিকরাও মুখ বন্ধ করে আছেন ।
মুকেশ চন্দ্রকরের বলিদান আমাদের এক কঠিন প্রশ্নের মুখ করে দাঁড়িয় যে—সত্য ও ন্যায়ের জন্য এই দেশে কি আর কোনো স্থান অবশিষ্ট আছে ? তাঁর মৃত্যু কেবল একটি ঘটনা নয়, এটি সমাজের অবক্ষয়ের দৃশ্যমান প্রমাণ এবং সৎ সাংবাদিকতার এক চিরকালীন দৃষ্টান্ত ।