Urfi Javed:- আপনি কী চিত্রনাট্যের জন্য ‘নগ্ন’ হতে প্রস্তুত ? বিজ্ঞাপন সংস্থার এই ‘অশ্লীল’ প্রস্তাব নিয়ে কী বললেন উরফি ?

Urfi Javed:- দেশের চিত্রনাট্যের চলচ্চিত্রের মধ্যে উরফি জাবেদের ভূমিকা ব্যাপক জনপ্রিয় । তার চিত্রনাট্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত বিজ্ঞাপন প্রতিফলিত হয়ে থাকে । দেশজুড়ে নেটিজেনরা তাকে এক নামে ‘উরফি’ বলে অভিহিত করে ।

তাই এরই মাঝে তাকে এক বিজ্ঞাপনের জন্য মেইল পাঠানো হয় । সেই মেইলে লেখা ছিল, “উর্ফির নামে তাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে । তিনি কি সম্পূর্ণ নগ্ন হয়ে চিত্রনাট্য করতে প্রস্তুত ?” ইতিমধ্যেই সেই মেইলে তার চরিত্রের উপর কথা বলার বিরুদ্ধে তিনি কড়া জবাব দিয়ে দেন ।

খবরমাধ্যমে জানা গিয়েছে, বর্তমান সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুখে তিনি চর্চায় উঠে আসেন । সমাজ মাধ্যমে তার অভিনব পোশাকের জন্য তিনি কখনও নেটিজেনদের কাছে প্রশংসিত হন, আবার কখনও নানান ধরনের তর্ক-বিতর্কের মুখেও পড়তে হয় তাকে । এরই মাঝে তিনি এদিনের এক প্রস্তাবে রীতিমতো ফেটে উঠলেন । যেখানে এক ব্র্যান্ডের পাঠানো মেইলে বলা হয়েছিল, উর্ফি কী নগ্ন হয়ে চিত্রনাট্য করতে প্রস্তুত ? এরপরই তিনি ওই মন্তব্যের বিরুদ্ধে যোগাযোগ মাধ্যমে শোরগোল ছড়িয়ে দিতে থাকেন ।

এছাড়াও ঐ সংস্থার থেকে আরও একটি বিজ্ঞাপনে উর্ফি জাবেদকে মেইলে পাঠানো হয়েছিল, ” বলা হয়েছিল, তার জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে, সেই চিত্রনাট্য কী তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে শুট করতে প্রস্তুত ?” এরপরই তিনি সেই পাঠানো মেইল ও whatsapp এর একটি প্রতিচ্ছবি তার টুইটারের এক্স হ্যান্ডেলে ক্যাপশন দিয়ে পোস্ট করেন ।

আরও পড়ুন:- এ কী কান্ড ! সানি লিওনের পথে বাঁধা, হায়দ্রাবাদের Dj Show -তে !

পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “এই ব্র্যান্ড সব ধরনের সীমা অতিক্রম করেছে । আজ পর্যন্ত আমি বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি । কিন্তু আজ পর্যন্ত কোন ব্র্যান্ড আমার চরিত্র নিয়ে মন্তব্য করেননি । আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে আপনারা নিশ্চিন্ত থাকুন ।

“তবে এই মন্তব্যই যে প্রথম তা নয়, এর আগেও নানান বিতর্কের মুখে পড়তে হয়েছিল উর্ফি জাবেদকে । গত কয়েক মাস আগে তিনি তার পরিবারসহ তার মা জাকিয়া সুলতানা, বোন উরুসা, আসফি, ডলি এবং ভাই সমীর আসলামের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে খাবার জন্য যাচ্ছিলেন । যেখানে তিনি ধরা দিচ্ছিলেন সাংবাদিকদের ক্যামেরায় । ঠিক তখনই এক কিশোরের দল তাকে কটাক্ষ মন্তব্যে প্রশ্ন করে বলেন, কতজনের সঙ্গে সহবাস করছ ? কিশোরের দলের এই মন্তব্য শুনে তিনি তৎক্ষণাৎ রেগে যান ।

তার বিরুদ্ধে এইরূপ অস্বস্তিকর ঘটনা তিনি তার ব্যক্তিগত সামাজিকমাধ্যমে ক্যাপশন দিয়ে পোস্ট করেন এবং তিনি বলেন, ঐ কিশোরের বয়স হবে 15 বছরের কাছাকাছি । ছেলেটি আমার গোটা পরিবারের সামনে আমার ওপর এই কটাক্ষ মন্তব্য করেছে । এইরূপ মন্তব্যে আমি রীতিমত অস্বস্তিবোধ করি ।

আরও পড়ুন:- স্বস্তিকার ঠোটকাটা মন্তব্য, “বাথরুমের দৃশ্য দেখে প্রস্রাবই করতে পারিনি!”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top