Train accident today :- হাওড়ার নলপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় !

Train accident today (হাওড়া) :- দেশজুড়ে একের পর এক ট্রেন এক্সিডেন্ট হতেই চলেছে । এরই মাঝে হাওড়ার নলপুর স্টেশন এলাকায় যাতায়াতকারী সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের [নং 22850] শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় । উক্ত দুর্ঘটনায় ট্রেন যাত্রীরা সেরকম কোন আহত হয়নি বলে জানা গিয়েছে ।

উক্ত দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল 5 টা বেজে 31 মিনিট সময় । যখন ট্রেনটি হাওড়ার নলপুর স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছোয় । এরপরই সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস [নং 22850] ট্রেনটি মাঝারি লাইন থেকে ডাউন লাইনে যাবার সময় শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় ।

দুর্ঘটনায় একটি পার্সেল ভ্যান এবং দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয় । এরপরেই সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় । তবে দুর্ঘটনায় সেরকম কোন বড় ধরনের আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি ।

ট্রেন দুর্ঘটনায় দায়ী হিসেবে South Easturn Railway প্রধান কর্মকর্তা ওমপ্রকাশ চরণ বলেন, সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচ জড়িত ছিল । যার মধ্যে B1 কোচটিকে চিহ্নিত করেছেন । এরপর লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনার পর স্থানীয় যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে উদ্যোক্তা বেড়ে যায় । তবে রেলকর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, উক্ত দুর্ঘটনায় কোন আহত বা প্রানহারীর খবর পাওয়া যায়নি ।

ট্রেন দুর্ঘটনায় আবারও বিপর্যয় ! লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় একাধিক ট্রেনের কামরা ! চরম ভোগান্তিতে যাত্রীরা !

ট্রেনের যাতায়াতকারী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সাঁতরাগাছি ও খড়গপুর থেকে চিকিৎসামূলক ও যাতায়াতকারী ট্রেনগুলি সহায়তার জন্য পাঠানো হয় । যাতায়াত ক্ষেত্রে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেলে বাসও পাঠানো হয় ।

এরপর পরিস্থিতি স্বাভাবিক পথে আনার জন্য রেলকর্মীরা ও স্থানীয় পুলিশ কর্মীর সহায়তায় নলপুর স্টেশন সংলগ্ন এলাকার লাইনচ্যুত হওয়া ট্রেনের বগিগুলিকে সরানোর জন্য ও রুটগুলিকে মেরামত করার জন্য বিশেষ কার্যক্রম শুরু করেন । রেলকর্মীরা জানিয়েছেন, আগামী কাল থেকেই সেই রুটে পুনরায় ট্রেন চলাচল করবে ।

দেশজুড়ে একের পর এক ট্রেন দুর্ঘটনার ভিত্তিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসের কলকাতায় এক ব্রেডওয়েট এ পরিদর্শন করার সময় জানিয়েছিলেন যে গত 10 বছর আগে দেশে প্রত্যেক বছর প্রায় 171 টি দুর্ঘটনা ঘটেছিল । যেখানে বর্তমান সময়ে কমে গিয়ে 40 টি দুর্ঘটনায় নেমে আসে ।

 লাইন শিকলে বাঁধা ! রাত 8 টার পর ‘সাউথ’ লাইনে চলাচল বন্ধ ! জনগণের সুবিধার্থে বাসের পরিকল্পনা !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top