Minority Community (বাংলাদেশে) :- বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে ন । এর ফলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মানবিক উদ্যোগ ও অনিশ্চয়তা ছড়িয়ে করেছে বলে মনে করেন BMW (বাংলাদেশের মাইনরিটি ওয়াচ) ও HRAB (হিউম্যান রাইটস অ্যালাইন্স বাংলাদেশ) । এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উক্ত সংগঠনের মন্তব্য অনুযায়ী, দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলির নির্যাতনের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে ।
চলতি বছরের 6 জুলাই বাংলাদেশের এক সভা সম্মেলনে দুই সংগঠনের নেতারাই একথা উল্লেখ করেছেন । এরপর গত শুক্রবার সকাল দশটায় ঢাকা রিপোর্টস ইউনিটিতে আরও এক সভার আয়োজন করা হয়েছে । উক্ত সভায় বাংলাদেশের মুখ্য সচিবসহ নানান আইনজীবীরাও উপস্থিত ছিলেন জুনায়েদ সাকিব, গনপুরামের সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ ।
“ভারত আমার সত্যিকারের বন্ধু !” মোদির সঙ্গে ফোনকলে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশংসা !
গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ, এরপর ফেসবুকে ইসকন বিরোধী পোস্ট কেন্দ্র করে সংখ্যালঘু প্রদার প্রতি গভীর সংখ্যা উদ্বেগ ও নির্যাতন করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের প্রতি এই ঘটনার অবসান ঘটনার জন্য বিশেষ আহবান জানান BMW (বাংলাদেশ মাইনরিটি ওয়াচের) সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ।
এই ঘটনা BMW (বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের) মুখ্য সচিব মানিকচন্দ্র সরকার বাংলাদেশের উপদেষ্টা মুখ্য সচিবের কাছে দাবি করেন, দেশের নাগরিক থাকার পরেও যদি কোন Minority Community রাজনৈতিক কারণে শিকার হন, তাহলে সেটি দেশের পক্ষে একেবারেই কাম্য নয় । এছাড়াও যদি কোন ব্যক্তি বা কোন সম্প্রদায় অপরাধ করে তাহলে তার উদ্যোগে বাড়ি পোড়ানো, লুটপাট ইত্যাদি করার একেবারেই উচিত নয়, অপরাধের বিচার করার জন্য দেশে আইন রয়েছে ।
দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিউম্যান রাইট স অ্যাপ এর মুখ্যসচিব মাহবুল হক জানান, দেশের পূর্ববর্তী সরকারের পদত্যাগের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর নিরাপত্তার বিষয়টি প্রতিনিয়ত উঠে আসছে । বিগত সময় থেকেই লোকমুখে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার কথা শোনা যাচ্ছিল । কিন্তু এর ওপর সরকারের ক্ষেত্রে কোন পদক্ষেপ নেওয়া হয়নি ।