Today Platinum Price:- একদিকে বিয়ের মরশুম অপরদিকে ঠান্ডা । বিশেষত এই ঠান্ডার মরশুম অন্যান্য মৌসুমের থেকে এক আনন্দদায়ক আবহাওয়া প্রদান করে থাকে । আর এই ঠান্ডার মাঝেই রুপোর দামে এক দারুন স্বস্তির খবর । অর্থনীতির বাজারের বিরাট স্বস্তির প্রকাশ্যে এক ধাক্কায় রুপোর দাম 1800 টাকারও নিম্নমুখী হয়েছে ।
শীতকাল মানে বিয়ের মরশুম । আর এই বিয়ের মরশুমে বিবাহের ক্ষেত্রে প্রত্যেক বাড়ির লোকেদের গভীর আশ্বাসের কাছে গহনা এক বিশেষ ভূমিকা পালন করে । বিগত মাসগুলিতে সোনা ও রুপোর দামে ওঠানামা থাকলেও বর্তমানে রুপোর বাজারে একটু স্বস্তি দেখা দিয়েছে ।
অপরদিকে চলছে বিয়ের মরশুম । কয়েকদিনের অর্থনীতির বাজারে সোনার পাশাপাশি রুপোর দামে বেশ ভালোই পরিবর্তন দেখা গিয়েছে । একলাফে 1800 টাকা কমে গিয়েছে । কাজেই কাল বিলম্ব না করে এই সময়েই রূপো ক্রয় করার সবচেয়ে ভাল সুযোগ । আসুন জেনে নেওয়া যায় গত শুক্রবার থেকে আজকের বাজার অনুযায়ী কলকাতায় প্রতি ভরি সোনা ও রুপোর দাম কত ?
যদিও কলকাতায় গত বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার প্রতি 10 গ্রামে সোনার মূল্য প্রায় 100 টাকার পরিবর্তন দেখা গেলেও পরদিন থেকে সোনার দামে সেরকম কোনো ওঠানামা হয়নি । তবে রুপোর দামে অনেকটাই নিম্নমুখী দেখা গিয়েছে । গত শুক্রবার থেকে রুপোর দাম প্রায় 1800 টাকা কমেছে ।
* গত শুক্রবার থেকে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে কী পরিবর্তন দেখা গিয়েছে ?
1. গত শুক্রবার থেকে প্রতি 10 গ্রাম সোনার বারের মূল্য 76,300 টাকা করা হয়েছে এবং 76,700 টাকা করে খুচরো বিক্রি হচ্ছে ।
2. এর পাশাপাশি 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম 72,900 টাকা ।
3. এছাড়াও প্রতি কেজি রুপোর দাম 87,800 করে খুচরো বিক্রি হচ্ছে ।
4. তবে সোনার দামে ওঠানামার জন্য এটি বাজারে ক্রয় করতে গেলে GST ও মজুরি বাবদ ভিন্ন দামে নির্ধারণ হতে পারে ।
সোনার দাম প্রতি 10 গ্রামে 700 বেড়ে গিয়ে 79,400 টাকা বৃদ্ধির পাশাপাশি রুপো 1,300 টাকা পৌঁছায়!