
Today Gold Price :- সঞ্চয় হোক কিংবা অলঙ্কার— প্রত্যেক বাঙালির জীবনে সোনা একটি অপরিহার্য উপাদান । তাই সোনা কেনার ইচ্ছা থাকুক বা না থাকুক, সোনার দাম বাড়লেও যেমন চিন্তায় কপাল ফেটে ওঠে, ঠিক তেমনই দাম কমলে মন আনন্দে ভরে যায় । এই হলুদ ধাতুর মূল্য 18 ফেব্রুয়ারি, 2025 তারিখে কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম 8155 টাকা, যা আগের দিনের তুলনায় 0.37 শতাংশ পরিবর্তিত হয়েছে ।
এছাড়াও ইতিহাসের পাতায় এবার প্রথমবারের মতো 1 ভরি স্বর্ণের দাম 1.50 লক্ষ্য টাকা ছাড়িয়েছে । বর্তমানে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি (11.664 গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে 1,51,282 টাকা । এই নতুন মূল্য নির্ধারণের পর স্বর্ণের বাজার আরও উত্তপ্ত হয়ে উঠেছে । আরও পড়ুন :- সোনার দাম 1.56% বৃদ্ধি! জেনে নিন 1 ভরি ও 10 গ্রাম সোনার দাম কত?
অর্থনৈতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও এবার এর বৃদ্ধির পরিমাণ 1,470 টাকা । চলতি মাসে চতুর্থ দফায় এই স্বর্ণের দাম বাড়ানো হলো । গত সোমবার (17 ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের তথ্য প্রকাশ করা হয় । তবে সোনার এই নতুন দাম কার্যকর হতে চলেছে মঙ্গলবার (18 ফেব্রুয়ারি) থেকে । আরও পড়ুন :- পুনরায় চীনের 36টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত! পেছনের কারণ ও প্রভাব জানেন কী?
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 1,44,400 টাকা । একইভাবে, 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,23,767 টাকা । এছাড়া, সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1015 টাকা বৃদ্ধি করে 1,01,932 টাকা করা হয়েছে ।
স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে । 22 ক্যারেটের 1 ভরি রুপোর দাম 2,578 টাকা । 21 ক্যারেটের 1 ভরি রুপোর দাম 2,449 টাকা । 18 ক্যারেটের 1 ভরি রুপোর দাম 2,111 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি রুপোর দাম 1,586 টাকা হয়েছে । আরও পড়ুন :- অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …
Leave a Reply