Teacher Awards :- ভোট পেরোলেই শিক্ষকদের জন্য বড় উপহার ! পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা জন্য …

Teacher Awards ( New Delhi ) :- ২৫ হাজার শিক্ষক নিয়োগের মধ্যে যে সমস্ত শিক্ষকদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল । দিল্লির হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই ঘটনা রীতিমত তদন্ত করলে SSC র পুরো পেনালই বাতিল করে দেয় । ফলে শিক্ষকদের যোগ্য সম্মান প্রদানের জন্য এই পরিকল্পনা সরকারের ।

   ২০১৬ সালের গত এপ্রিল মাসের ২২ তারিখ SSC বোর্ডে নিয়োগ ২৫ হাজার শিক্ষকের মধ্যে বেআইনিভাবে নিয়োগী ৭৫৩ জনের সমগ্র প্যানেলে বাতিল করে দিয়েছিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । হঠাৎ হাইকোর্ট এই সিদ্ধান্ত নিলে পরে পশ্চিমবঙ্গের শিক্ষকদের রাতের ঘুম উড়ে যায় । শিক্ষকদের এই নিয়োগ দুর্নীতির সংঘর্ষের মাঝে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক বিরাট পদক্ষেপ নেন । শিক্ষকদের যোগ্য সম্মান প্রদানের জন্য আরও একবার উদ্বোধন রাজ্য সরকার ।

*পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা :- 

   কথায় আছে, প্রকৃত শিক্ষক সর্বদা ছাত্র-ছাত্রীদের বইপত্রের পাশাপাশি সঠিকভাবে শিক্ষা প্রদান করে থাকেন । আর সেই ভালো শিক্ষা অর্জনে কঠিনতর মানুষও সহজ সরল হয়ে পড়ে । এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে একজন প্রকৃত শিক্ষকের সম্মান প্রদানের জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নেয় । জানা গিয়েছে পরপর বছর পেরিয়ে যাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার বিকাশে সাহায্য করেছেন , এক সাফল্য জীবনের পথ দেখিয়ে দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই শিক্ষারত্ন সম্মান দেওয়ার পরিকল্পনাটি নেওয়া হয়েছে । স্কুল শিক্ষা কমিশন এমনটাই আশা করেছেন ।

*আরও পড়ুন :- স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র … 

*শিক্ষকদের যোগ্য সম্মানের বিজ্ঞপ্তি :- 

  পশ্চিমবঙ্গ সরকারের এই যোগ্য ভিত্তিক সম্মান পেতে হলে শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে । এই ফর্ম ভরার সময়সীমা আগামী 10 জুন থেকে ২৮ জন অব্দি । যে সমস্ত শিক্ষকরা এই পুরস্কারের অধিকারী হতে চান তারা “www.wbdse.com ” এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে । এর পাশাপাশি এই ফর্মে নিজ নিজ অভিজ্ঞতা , পাসপোর্ট ফটো কপির সাথে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে ।

   সরকারের এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা এই আবেদন করতে পারবেন । তবে গত বছর যে সমস্ত শিক্ষকরা এই শিক্ষারত্ন সম্মান পেয়েছেন তারা আর দ্বিতীয়বারের মতো এই আবেদনটি করতে পারবে না ।

   বিশেষভাবে উল্লেখযোগ্য আবেদনে গত বছর মোট ১৫৩ জন এর শিক্ষারত্ন সম্মানটি পেয়েছেন । তাদের মধ্যে ১২ জন ছিলেন কলেজ শিক্ষক , ১৫ জন ছিলেন প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলের শিক্ষক এবং ২৫ জন ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Teacher Awards :- ভোট পেরোলেই শিক্ষকদের জন্য বড় উপহার ! পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা জন্য …”

  1. Pingback: Amrita Sinha :- বিরাট দুটি পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃত সিনহা ! তার সিদ্ধান্ত বহু লোকের মন জয় করেছে !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top