Swastika Mukherjee:- ভারতীয় টলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী । মূলত তার আচরণগত ব্যবহারে ঠোঁট কাটা, তাই তার মুখে কোন কিছুই আটকায় না । এরই মাঝে তিনি এদিন কোন এক জায়গায় ভ্রমনের ক্ষেত্রে যাতায়াতের সময় এক ট্রেনে চলাকালীন সেই বগীর বাথরুমের দৃশ্য দেখে বলে ওঠেন, “বাথরুমের দৃশ্য দেখে প্রস্রাবই করতে পারিনি ।”
তবে টলিউড চরিত্রে সাহসী রূপে বহুবার পর্দায় হাজির হয়েছিলেন । তাই চলচ্চিত্রে অভিনয়ের সময় তার ওপর ওঠা নেট এজেন্টদের মন্তব্যে পরিপ্রেক্ষিতে তিনি তার পাল্টা জবাব দিয়ে থাকেন । যার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাবে পাল্টা জবাবের অভিনেত্রী হিসেবেও পরিচিত হন ।
সম্প্রতি তিনি এদিন ভারতীয় রেলওয়ের ‘ভিস্তা ডোম’ কোচে যাতায়াত করছিলেন । তবে তিনি ট্রেনে চলাকালীন সময়ে এক অন্য ধরনের অভিজ্ঞতা অর্জন করেন । আর সেই অভিজ্ঞতাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় মন খুলে একটি বিবৃতি টুইট করেছেন । ঠোঁটকাটা স্বভাব হওয়ার কারণেই তিনি তার ব্যক্তিগত ব্যাপার ও সেই বিবৃতিতে প্রকাশ করেছেন ।
স্বস্তিকার নিজস্ব টুইটারের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা মন্তব্যে তিনি বলেছেন, “ভারতীয় রেলের ‘ভিস্তা ডোম’ ট্রেনের বাথরুম যে অত্যন্ত পরিষ্কার, তা পুরোপুরি ভুল । বগীর সিটগুলোতেও সেন্সর রয়েছে, যা মুভ করে । সব সময় শুকনো জায়গা পাবেন । এছাড়াও বাথরুমের মেঝে, বেসিন পরিষ্কার । সঙ্গে রয়েছে সুগন্ধ hand wash । তাই “এসব দেখে আমি প্রস্রাবই করতে পারিনি” ।
স্বস্তিকার এ অভিজ্ঞতার সঙ্গে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করেছেন। আবার খুব ব্যক্তিগত ব্যাপার এভাবে বলায় তাকে কটাক্ষ করে কেউ কেউ মন্তব্য করেছেন।
সোশ্যাল মিডিয়ার এক্স প্রকাশ করা এই বিবৃতি ইতিমধ্যেই নেটিজেনদের কাছে অনেক সহমত পোষণ করে । তার এই ম্যানশনকে অনেকেই কমেন্টের মাধ্যমে তাকে কটাক্ষ মন্তব্য করে নানান মন্তব্য করেছেন ।
বাহা’ চরিত্রে খ্যাতি অর্জন, জনপ্রিয়তার শীর্ষে রণিতা দাস, এখন কোথায় ?