Supreme Court, Munucipla Tribunals :- সুপ্রিমকোর্টের অধীনে বেকায়দায় রাজ্য দখল ! মাত্র 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে !

tribunal

Supreme Court :- আগামী দুই সপ্তাহের মধ্যেই কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ শীর্ষ আদালতে আপিল না হলে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এক অবিচারমূলক মামলার নির্দেশ জারি করবে বলে জানিয়েছেন । এই বিচারের পরিপ্রেক্ষিতে 1980 সাল থেকে চলতে থাকা আদালতের এক আইনের মাধ্যমে কোন না কোন অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলার বিরুদ্ধে মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিং ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে ।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আসার ফলে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিস্থিতি শোচনীয় হয়ে দাঁড়ায় । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের অবৈধ নির্মাণ কার্যের বিরুদ্ধে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল কমিটি গঠন করার জন্য । এও বলা হয়েছে, সেই কার্য সঠিকভাবে সম্পন্ন হলো কিনা সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর কাছে জানতে হবে ।

TRIBUNALS

নরউড লেটারল কী পুনরায় চালু হবে না ? What is the Norwood Letaral ? সরকার কি সিদ্ধান্তে এলেন ?

তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যেও যদি কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ শীর্ষ আদালতে আপিল না হয় , তাহলে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এক অবিচার মূলক মামলার নির্দেশ জারি করবে বলে জানিয়েছেন । যেহেতু 1980 সালের আইন অনুযায়ী অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলার বিরুদ্ধে মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিং ট্রাইবুনালকে 30 দিনের সময় বাস্তবায়িত করা হয়েছিল । সরকারের এরূপ নির্দেশ দেওয়ার পরেও এখনও পর্যন্ত যথাযথভাবে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন করা হয়নি ।

সুপ্রিম কোর্টের দেওয়া গত 9 আগস্টের চূড়ান্ত নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের মিউনিসিপাল গঠন প্রক্রিয়াটি জারি করা হয়েছিল । উচ্চ আদালতের দেওয়া নির্দেশ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কার্যকর করেনি । পশ্চিমবঙ্গ সরকারের এরুপ অবহেলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন প্রক্রিয়ার জন্য কোনরকম চেয়ারপার্সন বিচার বিভাগীয় ও টেকনিক্যাল স্টাফ এর নিয়োগ কার্যক্রমই শুরু করেনি ।

জাল সার্টিফিকেটে নিয়োগ ! রাজ্যে সাড়ে 9 হাজার CRPF ও CAPF কর্মীদের নিয়োগ বাতিল করার নির্দেশ দিলেন !

উচ্চ আদালতের নির্দেশ দেওয়া মিউনিসিপাল বিল্ডিং ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া ওপর পশ্চিমবঙ্গ সরকারের কার্যক্রম বিরত থাকার কারণেই এখনো পর্যন্ত ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া সফল হচ্ছে না ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top