শাহরুখের ‘কিং’ সিনেমার থাকছেন না সুজয় ঘোষ, কেন? Shahrukh Khan latest Movie

Shahrukh khan king movie

Shahrukh Khan Latest Movie:- বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে আপনাদের না চেনার কোন প্রশ্নই ওঠেনা । যেখানে নেটিজেনদের গুঞ্জনের আগেই সিলমোহর দিয়েছিলেন শাহরুখ খান নিজেই । এবার তারই এক নূন্যতম সিনেমার পরিচালনা করতে চলেছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ । 

তবে ফিল্মের কাহিনীর উপর ভিত্তি করে শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় প্রজেক্টই নাকি এই ফিল্ম, যা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি  হয়েছে ।

এই বছরের মার্চ মাসেই সিনেমাটি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু এরই মাঝে পিংকভিলার নতুন খবরে ‘KING’ সিনেমা করছেন না সুজয় ঘোষ, তবে তার পরিবর্তে দায়িত্ব থাকছেন সিদ্ধার্থ আনন্দ । অপরদিকে সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়াকে নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনিই । সিনেমায় থাকছে শাহরুখের কন্যা সোহানা খান এবং থাকছেন অভিষেক বচ্চনও ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলচ্চিত্রটির পরিচালক বদলের পিছনে মূল কারণ ছিল ক্রমাগত চিত্রনাট্যের পরিবর্তন । দিনের পর দিন চিত্রনাট্য সংশোধনের ফলে চলচ্চিত্রটির মূল গল্প ও ধারণা ক্রমাগত পরিবর্তিত হয়ে গিয়েছিল । শেষ পর্যন্ত, যে অবস্থায় চিত্রনাট্য পৌঁছেছিল, তা দেখে সুজয়ের মনে হয়েছিল যে, তিনি রাজা চরিত্রটিকে দর্শকদের সামনে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, চলচ্চিত্রটি সেই লক্ষ্যের ধারে কাছেও নেই । এই কারণেই তিনি সেই সিনেমাটি করার জন্য সিদ্ধার্থ আনন্দের উপর দায়িত্ব দিয়েছেন । 

তবে এই সিনেমার শুটিং অতি শীঘ্রই শুরু হতে চলেছে । আর সিনেমাটির মধ্যে সকল প্রকার স্টান্ট করতে চলেছেন শাহরুখ খান নিজেই । ফিল্মের কাহিনীর এর উপর ভিত্তি করে শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় প্রজেক্টই নাকি এই ফিল্ম । যা খবর মাধ্যমে শাহরুখ ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে ।

ভারতের বিশিষ্ট সিনেমা বিশ্লেষক সুমিত কাদেল সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করে বলেছেন যে, শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট হতে চলেছে এই ‘কিং’ সিনেমা । পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবির জন্য বেশ কিছু উত্তেজনাপূর্ণ ও পাগলাটে অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন । এছাড়াও, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর চমৎকার কিছু গান কম্পোজ করেছেন, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলবে । 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*