Sreemoyee Chattoraj :- “মাতৃত্বের গর্বে শ্রীময়ী !” রেশমী বস্ত্রে শ্রীময়ীর মাতৃত্বকালীন ছবি প্রকাশ !

Sreemoyee Chattoraj :- কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জীবনে ছোট্ট সন্তান (কৃশোভি) জন্ম হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হতে শুরু করেছে । তবে এতদিন ধরে শ্রীময়ী চট্টরাজ নিজস্ব ঘরোয়া ছবি পোস্ট করেছিলেন । অর্থাৎ বাড়িতে থাকাকালীন যে সমস্ত পোজে তিনি নানান ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন ।

তবে বিয়ে হওয়ার 8 মাসের মধ্যে গর্ভবতী হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি । কারণ কাঞ্চন মল্লিকের এতে রাজি ছিলেন না । কাঞ্চনের নির্দেশ তিনি বলেছিলেন যে, সন্তান হওয়ার পরেই তারা তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন । এরই মাঝে দীপাবলীর মরশুমে তাদের ঘরে লক্ষী আসে । যদিও তিনি গর্ভবতী থাকাকালীন নানান ধরনের ফটো শুটও করেছিলেন । অবশেষে কাঞ্চন-শ্রীময়ী সন্তান হওয়ার পরই ধীরে ধীরে পূর্বের তোলা গর্ভবতী, মাতৃত্বকালীন নানান ধরনের ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন ।

এরই মাঝে গতদিনের পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় তার ছবিতে দেখা যাচ্ছিল তিনি একটি স্পট ফিক্সিংয়ের ফিনফিনে সাদা সেটিন বস্ত্র পরে আছেন । মুখে ফুটে ওঠে মাতৃত্বের এক সুন্দর হাসি । গর্ভবতীর এক দারুণ ছবি প্রকাশ্যে তিনি ক্যাপশনে বলেন,”জীবনের বহু বিষয়ের জন্য আমি খুব গর্বিত বোধ করি । কিন্তু মা হওয়ার মতন গর্বিত আর কিছু হতে পারে না ।”

“লোগান পল ও মিস্টার বিস্টের সঙ্গে সাক্ষাৎ শিল্পা শেট্টির !” বিস্তারিত জানুন কি হলো সেখানে !”

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবির পাশাপাশি তিনি এর আগেও ফিক্সিং কাপড়ে তৈরি ড্রেসেও ছবি প্রকাশ্যে এনেছিলেন । তবে সেই ছবিটি ছিল পুরোপুরি ঘরোয়া । কাঞ্চনের নির্দেশ অনুযায়ী সেই ছবিতে একেবারেই গর্ভবতীর প্রকাশ পাওয়া যায়নি । তবে গত মঙ্গলবারের Sreemoyee Chattoraj এর পোস্ট করা ছবিতে রীতিমতো স্পষ্টতা দেখা যায় ।

গত মঙ্গলবারে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি আরও বলেন, “এটি একটি দীর্ঘদিনের সফর । বিগত 9 মাস ধরে চলছে এই সফর । এই ছবিতে আমার বহুদিনের আবেগ রয়েছে । শারীরিক দিক থেকে চলাফেরা, ওঠানামার সময় আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়চড় করত । আমি কিংবা প্রত্যেক মহিলার জীবনে সত্যিই এটি একটি অসাধারণ অনুভূতি ।”

সন্তান হওয়ার পর কাঞ্চন ও শ্রীময়ী মিলে সেই সন্তানের নাম দেয় কৃষভি মল্লিক । এরপর সমাজ মাধ্যমে নেটিজেনদের তিনি এও বলেছিলেন, “বর্তমানে আমি ও আমার সন্তান ভালোই আছি । তবে একটু ধকল গিয়েছে । তাই এখন একটু ক্লান্তে রয়েছি ।” তিনি এও বলেন, দীপাবলীর মরশুমে তাদের জীবনে সন্তান হওয়ার পর উন্মাদে আত্মহারা হয়ে কাঞ্চন-শ্রীময়ী এখনো বুঝে উঠতে পারছেন না তাদের সন্তান কার মতন হয়েছে ?

“সপ্তাহখানেক বয়স, এখনই কাকে খুঁজছে কাঞ্চন-কন্যা কৃষভি? ফাঁস …?” শ্রীময়ী প্রকাশ্যে কি বললেন…

“শক্তিমানকে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন ! কারণ, বর্তমান প্রজন্ম অন্ধকার পথে !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top