
Ranveer Allahbadia viral news:- বেবি আইশার নির্মম হত্যাকাণ্ড, মনীষা বাল্মীকির ভয়াবহ অপরাধ—এইসব ঘটনা আমাদের সমাজের অন্ধকার দিকগুলোকে উন্মোচিত করে । কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এইসব ঘটনার সময় সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো ঐক্য দেখা যায়নি । বরং কিছু ক্ষেত্রে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যেরকম সমালোচনা হচ্ছে ।
কিন্তু আজকের দিনে আমরা দেখছি সম্পূর্ণ ভিন্ন । রণবীর ইলাহাবাদী, সময় রৈনা, অপূর্ব মুখীজার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের শব্দের দাঙ্গা শুরু হয়েছে । ধর্ম ও সংস্কৃতি রক্ষার নামে ব্রাহ্মণ, ঠাকুর, পিছড়া, দলিত, আদিবাসী, মুসলমান—সবাই যেন এক হয়ে গেছে । এই ঐক্য কি আসলেই সমাজের জন্য ইতিবাচক, নাকি এটি আরেক ধরনের রাজনৈতিক খেলা?
আরও পড়ুন :-“গাজিয়াবাদে রোহিঙ্গাদের ওপর হামলা, বেআইনি বসবাসের অভিযোগে উত্তেজনা ও উচ্ছেদ এলাকাবাসীর।”
যে সমাজে ধর্ম ও সংস্কৃতির নামে মানুষ জম্বি হয়ে যায়, সেই সমাজেই সবচেয়ে বেশি অশ্লীল ভিডিও সার্চ করা হয় । সেখানেই নারীরা সবচেয়ে বেশি হিংসার শিকার হন । এই হিংসা শুধু শারীরিক নয়, মানসিকও । ধর্ম ও সংস্কৃতির নামে নারীদের শরীর, তাদের পোশাক, তাদের চলাফেরা নিয়ে তৈরি করা হয় এক ধরনের নৈরাজ্য । এই নৈরাজ্য শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে । কিন্তু প্রশ্ন হলো, এই হিংসার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে ঐক্য দেখা যায়, তা কি আসলেই ন্যায়ের পক্ষে, নাকি এটি আরেক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার ?
আরও পড়ুন :-ডিগবাজি খেয়ে, ঘাড় মটকে তরুণের মৃত্যু ! দেখুন তরুণের মর্মান্তিক ভিডিও।
সংরক্ষণ, জাতি গণনা, জাতিগত হিংসা, মণ্ডল কমিশনের সুপারিশ—এইসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হয়, তা প্রায়শই বিভাজন তৈরি করে। এই বিভাজন শুধু ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ থাকে না, এটি বাস্তব জীবনেও প্রভাব ফেলে। কিন্তু আজকের দিনে আমরা দেখছি, এইসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ঐক্য তৈরি হচ্ছে ।
সোশ্যাল মিডিয়ায় ঐক্য তৈরি হওয়া অবশ্যই ইতিবাচক । কিন্তু এই ঐক্য যদি শুধু ধর্ম, সংস্কৃতি বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হয়ে দাঁড়ায়, তাহলে তা সমাজের জন্য ক্ষতিকর । আমাদের মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া শুধু একটি প্ল্যাটফর্ম । এটি সমাজের ভালো-মন্দ দুটোই প্রতিফলিত করে । তাই সোশ্যাল মিডিয়ায় যে ঐক্য তৈরি হয়, তা যেন শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি ।
আরও পড়ুন :-
Leave a Reply