R G kar News :- ডাক্তারদের আন্দোলন শেষ হতেই ধামাচাপা পড়ে গেল প্রতিবাদের স্লোগান !

R G kar News

R G kar News (কলকাতা) :- আর জি করের বিরুদ্ধে দেশের জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ হলো । আন্দোলন শেষ হতে হতেই জুনিয়র ডাক্তাররা অনবরত তাদের কাজে নিযুক্ত হতে শুরু করেন । পাশাপাশি তারা জরুরি বিভাগের কাজ করতে শুরু করেন । ফলে জাস্টিস ফর আরজিকর সংক্রান্ত স্লোগানও ধামাচাপা হতে থাকে । রাষ্ট্রের সমস্ত জায়গা গুলিতে আরজিকর এর বিরুদ্ধে লেখা স্লোগান আলকাতরার প্রলেপ দিয়ে মুছে ফেলা কাজ শুরু হয়ে যায় ।

জুনিয়র ডাক্তারদের গত 11 দিনের আর জি করের বিরুদ্ধে স্লোগান তুলে ফেললেন । সরকারের বিচারের দাবিতে ডাক্তাররা অনড় থেকেই তারা নিজেদের কাজে যোগদান হতে শুরু করেন । জেলার সমস্ত জরুরি বিভাগেও নিযুক্ত হতে শুরু করেন । এমনকি R G Kar হাসপাতালেও চিকিৎসকদের পুনরায় কার্যক্রম চালু হতে থাকে ।

জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনকে শাবাসী দিয়ে অনেকেই বলেন, বর্তমানে ঘটে যাওয়া জুনিয়র ডাক্তারদের আন্দোলন , বর্তমান দেশের কোন রাজনৈতিক দলে এইরূপ আন্দোলন করতে পারেনি । ডাক্তাররা রাজনৈতিক আন্দোলনের ছোঁয়া এড়িয়ে একটি সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন । তবে এর আগেও ডাক্তারদের ধর্না মঞ্চ আন্দোলনে পুলিশ প্রশাসনের স্টেজের ফ্যান, ত্রিপাল খুলে দিয়েছিলেন । যা নিয়ে দেশে প্রবল নিন্দার সমাচার ছড়িয়েছিল ।

R G kar News

বায়তুল মুকাররম নামাজ পড়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ ! দুর্ঘটনায় আহতদের সংখ্যাও ব্যাপক !

দেশে আর R G kar Protest জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হলেও, আন্দোলন নয় । আর জি করের বিচারের বিরুদ্ধে দেশের জুনিয়র ডাক্তারদের লড়াই চলছেই, চলবে । এরই মাঝে গত শুক্রবার কলকাতার রাজপথের জনসমুদ্রে জুনিয়র ডাক্তারদের পুনরায় প্রতিবাদের ঢেউ ওঠে । ডাক্তারদের আন্দোলন শেষ হলে । রাস্তায় লেখা আন্দোলনকারীদের স্লোগান ইতিমধ্যেই আলকাতরার প্রলেপ দিয়ে মুছে ফেলার কাজ শুরু হয় ।

R G kar News

মিথ্যে চুরির অপবাদে তেফাজ্জেলকে হত্যা ! মুখে ‘আমাকে মারতেছে ভাই আমাকে বাঁচান’ উক্তি ! মামলায় ধৃত 6 জন শিক্ষার্থী !

এমনকি কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বিভিন্ন দেওয়ালে আর জি করের বিরুদ্ধে লেখা “Justice for RG Kar” নামক শ্লোগান মুছে ফেলার জন্য অনবরত তার ওপরে আলকাতরার প্রলেপ দেওয়া হয় । রাজ্যের যেই সমস্ত অঞ্চল গুলিতে জুনিয়র ডাক্তারদের স্লোগান লেখা হয়েছিল তার ওপর কালো রং দিয়ে তা ঢাকার কাজ ক্রমশ শুরু হয়ে যায় ।

R G kar News

স্বাস্থ্য ভবনের লেখা আন্দোলনকারীদের স্লোগান কালো রং দিয়ে মুছে সেই দেওয়াল গুলিতে নতুন করে রং করা হয় । এর পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় এই রূপ কারকার্য শুরু হয় । যার ফলে জুনিয়র ডাক্তারদের আ রজি করের প্রতিবাদে স্লোগানগুলিও ক্রমশ ধামাচাপা হতে থাকে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “R G kar News :- ডাক্তারদের আন্দোলন শেষ হতেই ধামাচাপা পড়ে গেল প্রতিবাদের স্লোগান !”

  1. Pingback: Bangal Doctor Strike :- ধর্মঘটে ফিরেছে বেঙ্গলের সমস্ত জুনিয়র ডাক্তাররা ! ঘোষণায়, আজ থেকেই বন্ধ সরকারি কার্যক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top