Pankaj Dutta:- “রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত আর নেই”, জানুন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কী ছিল …

Pankaj Dutta:- প্রাক্তন আইজি এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিতর্কসভার পরিচিত পঙ্কজ দত্ত আর নেই । দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি থাকার পর গত শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তার মৃত্যুতে রাজ্যের বিভিন্ন মহল গুলিতে শোকের ছায়া নেমে এসেছে ।

খবর মাধ্যমে জানা গিয়েছে, 23 অক্টোবর উত্তরপ্রদেশের বারাণসীর একটি সেমিনারে অংশগ্রহণ করেন । সেমিনার চলাকালীন হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যান, এমনকি তার নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে । ইতিমধ্যেই তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসক জানায় তিনি সেরিব্রাল রোগে আক্রান্ত হয়েছেন । এরপর টানা এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসার জন্য সেই হাসপাতালে থাকার পর গত শনিবার তাঁর মৃত্যু হয় ।

পঙ্কজ দত্তের মৃত্যুর খবর শোনার পর রাজ্যের তৃণমূল কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার মৃত্যুর জন্য শোকপ্রকাশ করে তার এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রয়াত প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। টিভি বিতর্কের আসরে ওঁর সঙ্গে মতপার্থক্য থাকলেও তিনি আমাকে স্নেহ করতেন । তাঁর প্রয়াণে আন্তরিক শোকজ্ঞাপন করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

2011 সালে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত । পুলিশের কর্মজীবনে চলাকালীন তাঁর দক্ষতা ও ঐশ্বর্য্য সবার কাছে প্রশংসনীয় ছিল । এরপর তিনি আইজি পদ থেকে অবসরের পর একজন ভালো বক্তা হিসেবেও পরিচিতি অর্জন করেছেন । পাশাপাশি তিনি বিভিন্ন সেমিনার ও টেলিভিশন বিতর্কসভায় নিয়মিত অংশগ্রহণ করতেন ।

এছাড়াও আর জি কর মেডিক্যাল কলেজের একটি ঘটনায় পঙ্কজ দত্তের করা এক মন্তব্য রাজ্যে ব্যাপক চর্চায় ওঠে । সেই মন্তব্যের কারণেই তাঁকে কলকাতা পুলিশের তরফে নোটিস পাঠানো হয়, এমনকি থানায় হাজিরাও দিতে হয়েছিল ।

রাজ্যের প্রতি তার নানান দক্ষতা ও ঐশ্বর্য্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ।

নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top