
Elevated corridor:- ভারত সরকার আগে থেকেই নতুন সেতু ও রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল । যা এবার দ্রুতগতিতে বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে । আজ সোমবার, 11 ফেব্রুয়ারি ‘এলিভেটেড করিডর’ কীভাবে নির্মিত হবে, তার একটি বিস্তারিত নকশা প্রকাশ করা হয়েছে উপরের ছবিতে ।
কলকাতা শহরসহ পার্শ্ববর্তী জেলার রাস্তাগুলিতে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে, যার জন্য যাতায়াতকারী লোকেদের বিরাট সমস্যায় পড়তে হয় । ভারত সরকার এই সকল সমস্যার সমাধানের জন্যই হাওড়া স্টেশনের সহ সংলগ্ন অঞ্চলগুলিতে অতিরিক্ত ভিড় কমানোর জন্য সাঁতরাগাছি স্টেশন কে অত্যাধুনিক জংশন হিসেবে তৈরি করার জন্য দক্ষিণ-পূর্ব রেল বিশেষ উন্মুক্ত হয়েছেন ।
আরও পড়ুন:- অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …
ভারত সরকারের পরিচালনায় নতুন সেতু ও রাস্তা নির্মাণের পরিকল্পনা আগেই গ্রহণ করা হয়েছিল । এবার সেই কাজই দ্রুতগতিতে শুরু হয়েছে । তাই সোমবার Elevated corridor কীভাবে তৈরি হবে, তার একটি নকশা প্রকাশ করা হয়েছে এই সংবাদে । এতে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে ফুটবল গেট থেকে গরফা খেজুরতলা পর্যন্ত 7 কিলোমিটার দৈর্ঘ্যের 6 টি লেনের এলিভেটেড করিডর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে । বর্তমানে সেই অনুযায়ী কাজ চলছে ।
এই এলিভেটেড করিডোরের মাধ্যমে সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে 16 নম্বর জাতীয় সড়কে পৌঁছানো যাবে । এছাড়াও এই রাস্তার লিঙ্ক রোড সাঁতরাগাছি স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে । যার ফলে এই স্টেশনের উপর দিয়েই আন্ডারপাসের মাধ্যমে কলকাতা বা জাতীয় সড়কের দিকে সহজেই যাতায়াত করা সম্ভব হবে ।
এক নজরে:- সাইবার হুমকির ঝুঁকিতে 400 প্রতিরক্ষা ড্রোন ক্রয়ের 3 চুক্তি বাতিল।
জানা গিয়েছে, এই প্রকল্পটি সম্পন্ন হতে আনুমানিক 3 বছর সময় লাগবে । কাজের দায়িত্ব পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড, এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । তবে, প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত যানজটের সম্ভাবনা থেকেই যাচ্ছে । এজন্য হাওড়া সিটি পুলিশ যানজট নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু অতিরিক্ত পরিকল্পনা গ্রহণ করছে ।
Leave a Reply