
NEET Viral video:- স্নেহা কুশওয়াহা, সাসারামের এক প্রতিশ্রুতিশীল তরুণী, যিনি বেনারসে থাকাকালীন NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন । জানা গিয়েছে তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা । কিন্তু সেখানেই তার সব স্বপ্নের অবসান ঘটে । নানা কারণে তার ওপর মানসিক অত্যাচারের শিকার হয়ে আত্মহত্যা করে নেয় । এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই নানান সমালোচনা শুরু হয় । শোনা যায়, এই ঘটনায় আসল অপরাধী কে? তাকে উচিত শিক্ষা দেওয়া হোক ।
খবরসূত্রে জানা গিয়েছে, স্নেহা কুশওয়াহা নামের এক তরণী, যিনি বেনারসে থাকাকালীন NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন । জানা গিয়েছে তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা । কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এক নিঃসংশয়মূলক ঘটনায় । স্নেহাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত করা হয়, এবং তাঁর পরিবারের দাবি অনুযায়ী, তাকে ধর্ষণের শিকারও হতে হয় । কিন্তু প্রশাসন ও সরকার এই ভয়াবহ অপরাধকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে সত্যকে ঢাকতে চেয়েছে ।
আরও পড়ুন:- ডিগবাজি খেয়ে, ঘাড় মটকে তরুণের মৃত্যু ! দেখুন তরুণের মর্মান্তিক ভিডিও।
অবিকল হাথরাসের ঘটনার মতোই, স্নেহার মৃত্যুর পর পুলিশ তড়িঘড়ি করে তাঁর ঝুলন্ত অবস্থায় থাকা দেহটিকে নামিয়ে মেঝেতে রাখেন । আসলে এই কাজটি করা হয়েছিল যাতে কোনো সঠিক তদন্ত হাতে না পরে যায় এবং চিরতরভাবে যাতে এই ঘটনাটি গোপন থাকে । পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে প্রশাসন ও পুলিশ তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে, অপরাধীদের রক্ষা করতে ব্যস্ত ছিল ।
স্নেহার পরিবার ন্যায়বিচারের দাবি জানাচ্ছে । তারা চায় যে অপরাধীদের কঠোর শাস্তি হোক এবং স্নেহার মৃত্যুর সত্যতা উন্মোচিত হোক । কিন্তু প্রশাসনের এই নিষ্ঠুরতা এবং ন্যায়বিচারের প্রতি অবহেলা সমাজের কাছে নির্ঘাত অপরাধ বলে উল্লিখিত করেছেন ।
আরও পড়ুন:- ‘সিগারেটের ধোঁয়া’ দিয়েই তারের লাইন খুঁজে বের করার যুবকের এই ভিডিও দেখে আপনিও অবাক হবেন !
এই ঘটনা শুধুমাত্র স্নেহার পরিবারকেই নয়, গোটা সমাজকেই কাঁপিয়ে দিয়েছে । সমাজ মাধ্যমে নারীদের নিরাপত্তা এবং ন্যায়বিচারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । হাথরাসের পর আবারও স্নেহার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, ন্যায়বিচার পেতে এখনও কতটা লড়াই করতে হয় । এটা বাংলাদেশ নয়, ইরাক নয়, মুম্বাই ! দেখুন মুম্বাই রেলওয়ে স্টেশনের ভিডিও ।
তাই স্নেহা কুশওয়াহার পরিবারের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচারের দাবিকে জোরালো করা আমাদের সকলের দায়িত্ব ।
Leave a Reply