Monkey Viral Video:- সম্প্রতি একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুন ভাবে ভাইরাল হচ্ছে, যেখানে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক যুবতীর সঙ্গে একটি বানরের অদ্ভুত মজাকীয় কাণ্ড । উক্ত ভিডিওতে দেখা গিয়েছে, একজন যুবতী কোথাও ঘুরতে গিয়েছেন এবং তার আশেপাশে বেশ কয়েকটি বানর ঘুরে বেড়াচ্ছে । হঠাৎ করেই একটি বানর লাফ দিয়ে যুবতীর গায়ে উঠে পড়ে ।
প্রথমে যুবতী আতঙ্কিত হয়ে পড়লেও, কিছুক্ষণের মধ্যেই নিজের ভয় সামলে ওই বানরের সঙ্গে খেলতে শুরু করেন । তবে উক্ত ঘটনাটিতে আশ্চর্যের বিষয়, বানরটিও একদম নির্ভয়ে তার সঙ্গে খেলতে শুরু করে এবং ইতিমধ্যেই যুবতী তার মোবাইল দিয়ে ওই বানরের হাস্যকর ঘটনার ভিডিও করতে শুরু করেন ।
এরপর ভিডিওতে দেখা যায়, যুবতীর হাতে থাকা জুসের দিকে নজর পড়ে বানরের । এরপর জোর করে বানরটি যুবতীর হাত থেকে জুসের গ্লাস টেনে নেয় এবং মজার ছলে জুস খেতে শুরু করে । পুরো ঘটনাটি যেমন মজাদার, তেমনই মিষ্টি !
আরও দেখুন:- মদ খেয়ে যুবতীর নাজেহাল পরিস্থিতি ! অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ।
সোশ্যাল মিডিয়ায় বানর ও যুবতীর ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ মানুষ এটি দেখে হাসিতে ফেটে পড়েছেন । অনেকে কমেন্টে লিখেছেন, “বানরটা যেন মানুষের মতোই আচরণ করছে !” আবার কেউ লিখেছেন, “বানর আর যুবতীর বন্ধুত্ব সত্যিই দেখার মতো ছিল ।”
এই ভিডিও আমাদের শেখায়, প্রকৃতির প্রাণীদের সঙ্গে মিশতে গেলে ভয় না পেয়ে শান্তভাবে তাদের আচরণ বুঝতে হয় । যুবতী যেভাবে তার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি সামলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ।
ভিডিওটি যদি আপনি এখনও না দেখে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় একবার চোখ রাখুন । এই বানর ও যুবতীর মজার ঘটনাটি আপনার মুখেও হাসি ফোটাবে !