Mamata Banerjee (কলকাতা) :- ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলিতে কত বুধবার করেছেন যে অঞ্চলের কিছু কিছু লোক বিশ্বের সামনে রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্টায় রয়েছে ।
এরই মাঝে গত 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে ভারত সহ অন্যান্য দেশগুলিতে বিশাল আকারে প্রতিবাদ সৃষ্টি হয়েছে ।
দুর্গাপূজো উদ্বোধনের সময় পশ্চিমবঙ্গের কোন এক অঞ্চলের চেতলা অগ্রণীর ক্লাবে তিনি বলেন, ” যারা সমগ্র বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিকে ক্ষুন্ন করার প্রচেষ্টায় রয়েছে, হয়তোবা তারা এখন বুঝতে পারছে না কিন্তু পরবর্তীতে তারা নিজেকে মুক্ত করতে পারবে না।” এরই পরিপ্রেক্ষিতে তিনি কাউকে উদ্দেশ্য না করে বলেন, পশ্চিমবঙ্গ কে মাতৃ মূর্তি ‘মা’ কে অপমান করে কেউ কখনো উডতে পারে না ।”
এছাড়াও তিনি দক্ষিণ কলকাতার 95 পল্লীর দূর্গা পূজা উদ্বোধন করে সেখানে বলেন, “আমি রীতিমতো জানি যে, সংগ্রাম কিভাবে শুরু করতে হয় এবং তার অন্তিম পর্ব কোথায় গিয়ে শেষ হয়।” পাশাপাশি উত্তর কলকাতার হাতিবাগানের একটি দুর্গাপূজা উদ্বোধন করে রাজ্যের জনগণকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছে ।
Navratri 2024 :- এবার দুর্গা পুজোয় DJ বাজলেই প্রশাসন কড়া পদক্ষেপ নিবেন ! পরিকল্পনা প্রস্তুত !
এরই মাঝে মমতা ব্যানার্জি এক সমালোচন সম্মুখীন এ জড়িত হয়েছিলেন যেখানে তিনি জনগণকে উৎসবে ফিরে যেতে বলেছিলেন । যার ফলে দেশে ধর্ষণ-খুনের প্রতিবাদ আরও বড় আকারে ছড়িয়ে পড়ে ।
গত বুধবারের উত্তর কলকাতার হাতিবাগান এবং দক্ষিণ কলকাতার 95 পল্লী সহ সেলিমপুর, বাবু বাগান, যোধপুর পার্ক, চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনের জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে মুখ্য ডোমেইন হিসেবে পরিচিত করেন । যেখানে সেলিমপুরের এক দুর্গা মন্ডপের পুজো উদ্বোধনে তিনি বলেন, দুর্গাপুজোর আয়োজনের জন্য রাজ্য জুড়ে প্রায় 48,000 টি ক্লাবকে সহায়তা করেছেন ।
Pingback: R G Kar News :- পশ্চিমবঙ্গ সরকার জুনিয়র ডাক্তারদের দেওয়া 'সময়সীমা' লঙ্খন করেছে ! ফলে ডাক্তারদের কি