Mamata Banerjee :- রাজ্যপাল সামাজিকভাবে মমতা ব্যানার্জীকে বয়কটের দাবি ঘোষণা করলেন !

Mamata Banerjee ( কলকাতা , 13 সেপ্টেম্বর ) :- রাজ্যেজুড়ে মমতা মমতা ব্যানার্জিকে নিয়ে নানান ধরনের বয়কটের ঘোষণার দাবি শুরু হয়েছে এদের মধ্যে আজ 13 সেপ্টেম্বর 2024 সামাজিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে বয়কট ঘোষণা জারি করেছেন । এদিন রাজ্যপাল সোশ্যাল মিডিয়ার এক পোস্টের ভিডিওতে তিনি বলেছেন, এরপর থেকে তিনি যেকোনো জনসাধারণ বা সরকারি কর্মে মুখ্যমন্ত্রীর সাথে যাবেন না । এছাড়াও তিনি মানব মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি ম্যাকবেথ’ নামক কটাক্ষ উক্তি করে কথাগুলো বলেছেন ।

গভর্নর বলেন , রাজ্যে এত পরিমান কূটনীতিবিদদের বেআইনিমূলক কার্যক্রম থাকার পর আমি চোখ বন্ধ করে থাকতে পারি না । আমি রীতিমতো সিদ্ধান্ত নিয়েছি যে, আমি জনগণের সাথে সহমত হয়ে মমতা ব্যানার্জিকে সামাজিকভাবে বয়কট করব । এর পাশাপাশিও সরকারি কোন অনুষ্ঠান বা কার্যক্রম অনুষ্ঠানে যদি মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন তাহলে সেই অনুষ্ঠানে আমি যাব না ।

এক নজরে :-  সুপ্রিম কোর্টের রায়ে অরবিন্দ কেজরিওয়াল জামিন ঘোষণা !

অপরদিকে কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে আরজিকরের বিরুদ্ধে দেশের জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । তারা এই প্রতিবাদের বিচার চাইতে সরকারের সঙ্গে আলোচনার দাবি ঘোষণা করেছেন । কিন্তু প্রতিনিয়ত বিচারের দাবি ঘোষণার পরেও সঠিক ভাবে কোন ইতিবাচক ফল এখনো ধরা দেয়নি । গত বৃহস্পতিবার নাভানে একটি বৈঠক আলোচনা সভার আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল । কিন্তু তাতেও ব্যর্থ হয় সেই আলোচনা সভা । এই পরিস্থিতির রাজ্যপাল সরকারকে পুরোপুরি দায়ী করছেন ।

রাজ্যপাল আনন্দ বোস বলেন , পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেশে বসবাসকারী সমাজ ও নির্যাতনীতার বাবা-মায়ের অভ্যন্তরীণ অনুভূতি এখনও পর্যন্ত বুঝতে পারেনি । এই বিচারের বিরুদ্ধে নাভান সত্য লুকাতে পারেন না । হতে পারে আপনি স্বল্প সময়ের জন্য কিছু লোককে টুপি পরাতে পারেন , চিরকালের জন্য সবাইকে পড়ানো সম্ভব নয় । এর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা ও দেশের আইন শৃঙ্খলার উপরেও প্রশ্ন করেন । রাজ্যের এই সমস্ত ব্যবস্থার বেহাল পরিস্থিতির কারণে তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী ইত্যাদি পদমন্ত্রীদেরকে দায়ী করেছেন যেখানে মমতা ব্যানার্জি স্বয়ংই ।

পড়তে থাকুন :-  ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেনে নিন ?

বোস কলকাতা পুলিশ কমিশনারের মুখ্য ভূমিকা নিয়ে মমতা ব্যানার্জীর ওপর বিক্ষোভ প্রকাশ করে সরকারকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ দাবি জানিয়েছেন । তিনি আরও বলেন , আন্দোলনকারীদের পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের অভিযোগে আমি রীতিমতো অব্যাহত , এমনকি সেই ভূমিকায় আমি লজ্জা প্রকাশ করি । ইতিমধ্যেই মমতা ব্যানার্জির ওপর ফৌজদারী ব্যবস্থা নেওয়া হোক ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 Trackback / Pingback

  1. Arvind Kejriwal ! Arvind kejriwal Delhi :- সুপ্রিম কোর্টের রায়ে অরবিন্দ কেজরিওয়াল জামিন ঘোষণা ! - Sambad Taranga

Leave a Reply

Your email address will not be published.


*