Malaika Arora ! Malaika Arora Father Death News Reason :- মালাইকা অরোরার পিতা অনিল মেহতার আত্মহত্যার কারণ কি ? সমস্ত রিপোর্ট জেনে নিন !

Malaika Arora :-  বলিউডের অন্যতম অভিনেত্রী মালাইকা অরোরার পিতা অনিল কুলদীপ মেহতা (65 বছর বয়স) গত 11 সেপ্টেম্বর বুধবার সকাল 9 টায় পরলোক গমন করেন । অনিল মেহতা মৃত্যুর আগে দিন রাতে তার মেয়ের সাথে এক বিবৃতিতে বলেছিলেন তিনি নাকি অসুস্থতা বোধ করছেন । অনীল কুলদীপ মেহতার মৃত্যুতে তার বাড়ির সদস্য ও পারিপার্শ্বিক আত্মীয়-স্বজন স্বরূপ খুবই ভেঙে পড়েছে । তার আত্মহত্যার পেছনে কি কি রহস্য রয়েছে সেগুলি নীচে তাৎপর্যপূর্ণভাবে আলোচনা করা হলো ।

গতদিনের তার মৃত্যুর পরদিন রাতে মালাইকা তার বাবার শোকাহত কারণে একটি বিবৃতি দিয়ে বলেছেন, তিনি একজন কোমল আত্মা, আমাদের জীবনে তিনি একজন নিবেদিত দাতা হিসেবে ছিল এবং এমনকি আমাদের সেরা বন্ধু হিসেবেও ছিল । মালাইকা বলেন তার পিতার মৃত্যুর জন্য তার পরিবার সমেত প্রবল শোকাহত অবস্থার সম্মুখীন হতে হচ্ছে । তাই সমস্ত মিডিয়াদের কাছে অনুরোধ যে , অনিল কুমার মেহতার মৃত্যুর ঘটনা গোপনীয়তা সূত্রেই রাখা হোক ।

আরও পড়ুন :- ‘এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে’ পুজোর আগেই সন্ত্রাসবাদীদের ওপর করা সতর্কবার্তা বাংলাদেশ সরকারের !

রিপোর্ট অনুযায়ী পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিল কুমার মেহতা, নিজের বাড়ির ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন । এই ঘটনার বিস্তারিত বিবরণ IANS এর প্রতিবেদনে দেওয়া হয়েছে । মেহতা ব্যালকনির 6 তম ফ্ল্যাট থেকে লাভ দেওয়ার আগে তার দুই মেয়েকে ডাক দিয়ে ‘তিনি খুব ক্লান্ত’ বলে শেষ নিশ্বাস নিয়েছেন ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায় , মালাইকার মা অর্থাৎ অনিল মেহতার স্ত্রী জয়েস পলিকার্প স্থানীয় পুলিশকে জানিয়েছেন যে তার স্বামী অনিল মেহতা সকাল 9 টায় যখন বাড়ির 6 তম ফ্ল্যাটের ব্যালকনি থেকে লাফ দেন , তখন সকলেই বাড়িতে উপস্থিত ছিলাম । কিন্তু এটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা যে, সেই সময়েই হঠাৎ তিনি দুই মেয়েকে ডেকে তিনি ক্লান্ত বোলে ব্যালকনি থেকে লাফ দেয় ।

আমি পুরোপুরি অজান্ত ছিলাম যে, যখন আমি তোমাকে খুঁজতে সেই ঘরের বারান্দায় গিয়ে দেখি যে ঘরে নেই এমনকি ব্যালকনিতেও নেই । তারপর আমি রেলিংয়ের দিকে ঝুঁকে দেখি যে নীচে একগুচ্ছ লোকের গোলমাল হচ্ছে । নিরাপত্তারক্ষীরা তাকে সাহায্যের জন্য চিৎকার করছে । সেই দেখে আমি পুরোপুরি একমত যে অবশ্যই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ।

পড়তে থাকুন :- ভারতের বিখ্যাত 8 টি লাক্সারি ট্রেন কোনগুলি ! তাড়াতাড়ি জেনে নিন !

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সূত্র ETimes এর এক প্রতিবেদনে রিপোর্ট দায়ের করে বলেন যে ঘটনা চলাকালীন অনীল কুমার মেহতা তখন ফোনকলে ছিলেন এবং তিনি তার দুই মেয়ের পার্শ্ববর্তী ছিলেন । যারা তার বেশ প্রিয় বন্ধু , পিতা ছিলেন ।

আরও জানা গিয়েছে যে , অনিল আরোরা এবং তার স্ত্রী একই ফ্লোরে থাকতেন । তাদের প্রতিদিনের রুটিন ছিল যে , প্রতিদিন সকালের আসা নতুন সংবাদ পত্রিকা নেওয়া । তারপর তিনি সে পত্রিকা নিয়ে বারান্দায় গিয়ে পড়তেন ।

আজ 12 সেপ্টেম্বর মুম্বাই শহরের ভাবা হাসপাতালে তার আত্মহত্যার বিষয়টিকে নিয়ে রীতিমতো ময়নাতদন্ত শুরু হয় । তারপর মুম্বাই শহরের নিকটবর্তী শান্তাভ্রুজের হিন্দু শ্মশানে তার শেষকৃত্য সফল হয় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Malaika Arora ! Malaika Arora Father Death News Reason :- মালাইকা অরোরার পিতা অনিল মেহতার আত্মহত্যার কারণ কি ? সমস্ত রিপোর্ট জেনে নিন !”

  1. Pingback: Govinda Gun Misfire News :- ভুলবশত বন্দুকের গুলিতে অভিনেতা গোবিন্দর পায়ে জখম ! আচমকা গুলি চালানোর কারণ কি সরাসরি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top