Maitree Express :- শিক্ষার্থীরা কোটা আন্দোলনে মৈত্রী এক্সপ্রেসের পথ অবরোধ করল ! এই পথ অবরোধের কারণ কী ? কেন ? আসুন জেনে নেওয়া যাক !

Maitree Express ( বাংলাদেশ ,গাজীপুর ) :- এদিন বাংলাদেশের গাজীপুর অঞ্চলের জয়দেবপুর শহরে কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশ রেল পথে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেসকে আটকে রাখার পাশাপাশি সেখানকার রেলপথগুলিরও অবরোধ করে । শিক্ষার্থীদের এই পথ অবরোধের ফলে সারাদিনব্যাপী উত্তরবঙ্গের সাথে রাজধানী গুলিতেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।

বাংলাদেশের গাজীপুর অঞ্চলের জয়দেবপুরে 16 জুলাই মঙ্গলবার বিকেল 4 টায় কলেজের শিক্ষার্থীরা শহরাঞ্চলে বিক্ষোভ মিছিলের পাশাপাশি রেল লাইনের উপর দাঁড়িয়ে পথ অবরোধ করতে শুরু করে । সে সময় যাতায়াতকারী Maitree Express সহ অন্যান্য ট্রেন গুলিকেও আটক করে ফেলে অবরোধকারীরা ।

এর আগে বিকেল 3 টার দিকে আরও হাজার হাজার শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে আন্দোলন করতে বেরিয়ে পড়ে । তারপর শিক্ষার্থীরা সেই আন্দোলন শহরাঞ্চল গুলিতে অর্থাৎ শিমুলতলী শিববাড়ি রোড থেকে শুরু করে গাজীপুর অঞ্চলের রাস্তায় গিয়ে জমায়েত হয় । ফলে সেই অঞ্চলের যানবাহনগুলির চলাচল বন্ধ হয়ে যায় ।

*এক নজরে :- মুছে দিল ছাত্রলীগের দল জাতির পিতা বাংলাদেশের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম !

এই পথ অবরোধের ভিত্তিকে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে তাদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় । যেমনটা শোনা যাচ্ছিল

                            ” সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও ! গুড়িয়ে দাও !”

                               ” কোটা না মেধা ? মেধা মেধা !”

                                     ”  হু হা হু হা হু হা ।”   ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় ।

ঘটনার সূত্রে জানা গিয়েছে , শিক্ষার্থীদের এই পথ অবরোধের আন্দোলনে সেখানকার স্থানীয় পুলিশকর্মীদের শত চেষ্টা পরেও তাদেরকে আটকে রাখতে পারেনি । এই পরিস্থিতিতে গাজীপুর অঞ্চলের হেড কনস্টেবল রাজু আহমেদ বলেন , কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য শহরাঞ্চলের রাস্তাঘাট ও রেললাইন গুলি অবরোধ করে আন্দোলন করছে । এমনকি মৈত্রী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন গুলিকেও আটকে রেখেছে । অতিশীঘ্রই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথভাবে চেষ্টা চালাচ্ছি ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name
        

1 Trackback / Pingback

  1. Vande Bharat Train :- রেল সরকার যাত্রীদের জন্য নিয়ে এল এক দারুন খবর ! এখন থেকে এই রুটেই ছুটবে ভারতীয় 'বুলেট

Leave a Reply

Your email address will not be published.


*