LPG Cylinder Price :- জুলাই মাসের শুরুতেই LPG গ্যাসের দাম কমল ! বিভিন্ন শহরে কত দাম হচ্ছে বিস্তারিত জানুন …

LPG Cylinder price :- জুলাই মাসের শুরুতেই তেল বিপণন কারী সংস্থা ভারতীয় জনসাধারণের কাছে এক দারুন সুখবর নিয়ে এসেছে । মাসের শুরুতেই পয়লা তারিখ থেকে কলকাতা সহ বিভিন্ন শহর গুলিতে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া হয়েছে । প্রত্যেক ১৪.২ কেজি সিলিন্ডার গুলিতে দামের কোন পরিবর্তন না হলেও ১৯ কেজির গ্যাস সিলিন্ডার গুলির দামে বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে ।

১.৫. জুলাই মাসের ১লা তারিখ থেকেই LPG Cylinder Price কিছুটা হ্রাস পেয়েছে । যেখানে ভারতের চারটি মেট্রো শহরের মধ্যে তিনটি শহরে তেল বিপণনকারী সংস্থাগুলি প্রত্যেক ১৯ কেজি গ্যাস সিলিন্ডারে ৩০ টাকা এবং একটি শহরে ৩১ টাকা করে ছুট দিয়েছে । এক্ষেত্রে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দামের কোন পরিবর্তন করেনি । জুলাই মাসের ১লা তারিখের রাত ১২ টার পর থেকেই গ্যাসের ন্যূনতম দামটি লাগু করা হয়েছে ।

২.৫. ভারতীয় Indian oil সংস্থাগুলির কর্তৃপক্ষরা জানিয়েছেন , জুলাই মাসের প্রথম তারিখ থেকেই কলকাতায় প্রতি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারে ৩০ টাকা কমে গিয়ে ১৬৪৬ টাকা হয়েছে । যেখানে জুন মাস থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধির দিকে যাচ্ছিল । এছাড়া বাকি তিন শহর দিল্লি , মুম্বাই ও চেন্নাইয়ে প্রতি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারে ৩১ টাকা কমে গিয়ে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১৫৯৮ – ১৮০৯.৫ টাকা ।

৩.৫. সেক্ষেত্রে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দামের কোন পরিবর্তন দেখা দেয়নি । ভারতীয় Indian oil সংস্থার কর্তৃপক্ষদের থেকে জানা যায় , ভারতের শহরগুলিতে গৃহস্থালি LPG Cylinder Price গুলি যথাক্রমে – কলকাতায় ₹৮২৯ টাকা , চেন্নাইয়ে ₹৮১৮.৫০ টাকা , দিল্লিতে ₹৮০৩ টাকা , মুম্বাইয়ে ₹৮০২.৫০ টাকা সমেত খুচরো বিক্রয় চলবে ।

৪.৫. এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা গ্রহণকারী জনগনেরা প্রতি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারে দামে কিছুটা ছাড় পাবেন । তারা এরূপ গৃহস্থালী এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা করে কমে পাবেন । ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির মূল্য শহরগুলিতে যথাক্রমে – কলকাতা ৫২৯ টাকা ,  দিল্লি ৫০৩ টাকা ,  মুম্বাই ৫০২.৫০ টাকা ,  চেন্নাই ৫১৮.৫০ টাকা  করা হয়েছে ।

৫.৫. তেল বিপণনকারী সংস্থাগুলি যথাক্রমে ATF ( Aviation turbine fuel ) এ রাষ্ট্রের ব্যবহারকারী জ্বালানি অনুসারে প্রতি কিলোলিটারে 1.2% বৃদ্ধি পেয়ে ১,১৭৯.৩৭ হয়েছে এবং ভারতের জাতীয় রাজধানীতে  ৯৬,১৪৮.৩৮ টাকা হয়েছে । গত জুন মাসের শুরুতেই ৬৬৭৩.৮৭ প্রতি কিলোলিটার কমে যায় । এর মুম্বাইতে ( ATF ) Aviation turbine fuel রেট ৮৮,৮৩৪.২৭ থেকে ৮৯,৯০৮.৩০ টাকা বৃদ্ধি পায় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “LPG Cylinder Price :- জুলাই মাসের শুরুতেই LPG গ্যাসের দাম কমল ! বিভিন্ন শহরে কত দাম হচ্ছে বিস্তারিত জানুন …”

  1. Pingback: LPG Price Cut News :- ভোটের ফল প্রকাশের পরের দিনে প্রতি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে ছুট ! মাসের শুরুতেই এক দা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top