Lawrance Bishnoi :- লরেন্স বিষ্ণোইয়ের পরিবার প্রতিবছর 35 থেকে 40 লক্ষ টাকা লরেন্সের যত্ন নেওয়ার জন্য ব্যয় করে থাকে । যা সংবাদ মাধ্যমে প্রকাশ করলেন লরেন্স বিষ্ণোইয়ের চাচাতো ভাই । লরেন্স বিষ্ণোইয়ের জন্ম পাঞ্জাবের ফিরোজপুর গ্রামে । বিষ্ণোইয়ের আসল নাম বলকরণ ব্রার । বিষ্ণোই একজন সম্পন্ন পরিবারের পুত্র সন্তান । নানান বেআইনি মূলক কাজে গ্রেপ্তার হওয়ায় বর্তমানে তাকে গুজরাট শহরের আহমেদাবাদের সবরমতী জেলে বন্দী করে রাখা হয়েছে ।
ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে লরেন্স বিষ্ণোইয়ের চাচাতো ভাই (50) রমেশ বিষ্ণোই আরও বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক শিক্ষার্থী লরেন্স বিষ্ণোই (32) যে একজন গ্যাংস্টার অর্থাৎ অপরাধীতে পরিণত হবেন, এটা বিষ্ণোই পরিবার কখনো কল্পনাও করেনি ।
“পূর্ব থেকেই আমরা ধনী পরিবারে বসবাস করে আসছি । Lawrance Bishnoi পিতা হরিয়ানা পুলিশে কনস্টেবলের চাকরি করতেন । পাঞ্জাবের ফিরোজপুরে সর্বমোট 110 একর জমির মালিক । এমনকি লরেন্স জেলে থাকা সত্ত্বেও পরিবার থেকে বাৎসরিক 35 থেকে 40 লক্ষ টাকা তার যত্ন নেওয়ার জন্য ব্যয় করে থাকেন ।
জীবন্ত পুড়িয়েই মারা হলো লরেন্সের প্রেমিকাকে ! ঘটনার পেছনের রহস্য কি ? এখুনি জেনে নিন !
এরই মাঝে সাম্প্রতিক বছরগুলিতে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকী । যিনি মহারাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে একজন । শুক্রবার মুম্বাইয়ের গত সপ্তাহের শুটিংয়ে আর খুন করার মামলায় লরেন্সের নাম উঠে আসে । এছাড়াও 2022 সালের মে মাসে পাঞ্জাবের পপুলার সিঙ্গার সিধু মুসেওয়ালার হত্যার অভিযোগেও লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে আসে ।
উক্ত ঘটনা পরিপ্রেক্ষিতে কানাডিয়ান পুলিশ তদন্ত সূত্রে ভারত সরকারের অভিযোগে বলেন, লরেন্স বিষ্ণোই গ্যাং এর সদস্যরা পুরোপুরি ভারত সরকারের এজেন্টদের থেকে সাহায্য নিয়ে নিজের দেশের মাটিতে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করছে । তবে কানাডিয়ান পুলিশের এই অভিযোগ ভারত সরকার রীতিমতো অস্বীকার করেছেন ।
ভুলবশত বন্দুকের গুলিতে অভিনেতা গোবিন্দর পায়ে জখম ! আচমকা গুলি চালানোর কারণ কি সরাসরি জেনে নিন ?