Kumbh Mela Viral baba:- ভারতের ঐতিহ্যবাহী কুম্ভ মেলা প্রতিবারই ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রদর্শনী হয়ে ওঠে । এবছরের মেলায় একদল সন্ন্যাসী, যারা কাটার ওপরে শুয়ে আছেন কিংবা অন্যত্র অদ্ভুত জীবনযাপন পদ্ধতির ভিডিও দারুণভাবে ভাইরাল হয়ে উঠেছে সমাজ মাধ্যমে । বিশেষত, কিছু ইউটিউবার তাদের পেছনে লেগে নানারকম ভিডিও তৈরি করছেন ।
সম্প্রতি এমনই এক ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে । এক তরুণী এই সন্ন্যাসীদের সঙ্গে তর্ক-বিতর্ক করে ভিডিও করছিলেন । অনেকেই প্রশ্ন তুলেছেন, কুম্ভ মেলার মতো একটি পবিত্র অনুষ্ঠানে এমন আচরণ কতটা সঙ্গত ? ধর্মীয় অনুষ্ঠান বা মেলাকে কি এই ধরনের ভিডিওর মাধ্যমে উপহাস করা উচিত?
অপরদিকে যেমন, পবিত্র হজ যাত্রায় লক্ষ্য লক্ষ্য মানুষের সমাগম হয় । সেখানেই নানা ঘটনাধরনের ঘটতে পারে যা ভিডিওর মাধ্যমে প্রদর্শনযোগ্য হয়ে দাঁড়ায় । কিন্তু, আমরা খুব কমই দেখে থাকি যে কোনো মুসলমান ব্যক্তি এই ধরনের ভিডিও তৈরি করছেন, যা তাদের ধর্ম বা ধর্মীয় অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে । এই পার্থক্যটি আমাদের ভাবতে বাধ্য করে যে ধর্মীয় স্থানগুলোকে ভিডিও কনটেন্ট তৈরির জন্য ব্যবহার করা কতটা সঠিক । আর কতটা ভুল । আরও পড়ুন:- “মাসে 3 লক্ষ টাকা বেতনও সন্তুষ্ট নয় IIT baba !” পেছনের রহস্য জানলে অবাক হবেন ।
ধর্মীয় অনুষ্ঠানগুলি শুধুমাত্র কনটেন্ট তৈরির উপাদান নয় । এগুলোর পেছনে রয়েছে মানুষের বিশ্বাস, আবেগ, এবং ঐতিহ্য । তাই ইউটিউবার বা অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের উচিত নিজেদের কাজের পরিধি বোঝা এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা ।
কুম্ভ মেলার মতো পবিত্র অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট না করে, আমাদের উচিত তা সংরক্ষণ করা এবং তার প্রকৃত তাৎপর্য তুলে ধরা । ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা হাস্যকর পরিস্থিতি তৈরি করা কখনোই গ্রহণযোগ্য নয় । সব ধর্মীয় অনুষ্ঠান আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, যা সংরক্ষণ এবং সম্মান করা আমাদের দায়িত্ব ।
পড়তে থাকুন:- “ভক্তির সাগরে ডুব, ‘হর হর মহাদেব, জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে ।”