Kumbh Mela in Indian Actor:- গত 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত । প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজের এই কুম্ভমেলায় দেশ জুড়ে কোটি কোটি পুণ্যার্থী অংশগ্রহণ করেন । তবে এবার গোবিন্দ, অক্ষয় কুমার এবং আল্লু অর্জুনের ছবি দেখে সকলের চোখ কপালে উঠেছে !
স্থানীয় প্রশাসনের ধারণা অনুযায়ী, এবারের Mahakumbh মেলায় 40 থেকে 45 কোটি পর্যটক উপস্থিত হতে পারেন । সেই কারণে নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে । তবে সেই বিপুল ভিড়ের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে ভারতের প্রখ্যাত এবং জনপ্রিয় সেলিব্রিটিদের !
তারা যে শুধুমাত্র সেলিব্রিটিই তা নয়, শাহরুখ খান, অক্ষয় কুমার, আল্লু আর্জুন, সোনাক্ষী সিনহা এবং সলমন খানের মতো তারাও এবার কুম্ভে স্নান সেরে নিয়েছেন । এই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দারুণভাবে ভাইরাল হতে থাকে ।
আরও পড়ুন:-“মাসে 3 লক্ষ টাকা বেতনও সন্তুষ্ট নয় IIT baba !” পেছনের রহস্য জানলে অবাক হবেন ।
ভাইরাল হওয়ার ছবিতে দেখা গিয়েছে, কোথাও সলমন – শাহরুখ একসঙ্গে স্নান করছেন, আবার কোথাও দেখা যাচ্ছে করিনা কাপুর- সাইফ আলি খানকে । তবে অনুরাগীদের কল্পনায় এই সব ছবি নাকি তৈরি করা হয়েছে AI-এর সাহায্যে ।
ছবিগুলি দেখলেই স্পষ্ট বোঝা যায়, এটি আসল ছবি নয়, সম্পূর্ণভাবে তৈরি করা ছবি । এর সঙ্গে কুম্ভস্নানের কোনও সত্যতাই জড়িত নেই । তবে প্রিয় নায়ক-নায়িকাদের কল্পিত রূপে দেখতে অনেকেই পছন্দ করেন । তাই না ! এই কারণেই ছবিগুলি সমাজ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে ।
তালিকায় রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, সলমন খান, আল্লু অর্জুন, অমিতাভ বচ্চন, তামান্না ভাটিয়া, করিনা কাপুর খান ও সোনাক্ষী সিনহা, রাজপাল যাদবসহ আরও অনেকে ।
এক নজরে পড়ুন :- মহাকুম্ভে আগুন ! গীতা প্রেস ক্যাম্পে কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড? জানুন বিস্তারিত…
সিনেমার ফ্রেমগুলিতে এতটাই সুন্দর ও নিখুঁত ছবি, যা দেখে সহজেই বোঝা যায় না যে, এর মধ্যে কোনো সত্যতা নেই । কেউ সন্ন্যাসিনীর বেশে, কেউবা সন্ন্যাস গ্রহণ করে এমন এক আবহ সৃষ্টি করেছে , যা তাদের পোশাক ও লুক থেকে স্পষ্ট আভাস পাওয়া যায় ।
যদিও এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তবুও এর সত্যতা নিয়ে সন্দেহ করা খুব একটা কঠিন নয় ।
পড়তে থাকুন:- মদ খেয়ে যুবতীর নাজেহাল পরিস্থিতি ! অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ।