Kalyani dumping ground :- গতকাল বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে নির্মিত ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় । এরপর সেখানকার স্থানীয় এলাকার বাসিন্দারাও ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের বিরুদ্ধে সেই বিক্ষোভ আন্দোলনে শামিল হয় । উক্ত বিক্ষোভে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও বিজেপি আধিকারীকদেরকে ঘিরে সংঘর্ষ তৈরি হয় । সংঘর্ষে ইট-পাটকেলের ঢিলের পাশাপাশি পুলিশের পাল্টা লাঠিচার্জের ঘটনাও ঘটতে দেখা যায় ।
তবে কল্যাণী পৌরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনাকে ঘিরে এলাকার বাসিন্দার পাশাপাশি দলের আধিকারিকদেরও মধ্যে বিক্ষোভ দেখা দেয় । তাঁদের দাবি, এখানে প্রতিনিয়ত আবর্জনা ফেলানোর ফলে পরিবেশ এবং বাসিন্দাদের স্বাস্থ্যে মারাত্মক ক্ষতি পারে । এরপর গত বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে নির্মাণকাজ শুরু করা হলে বিক্ষোভ আরও বড়ো আকারে সৃষ্টি হয় ।
অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা নির্মাণকাজে বাধা দিয়ে সেখানকার নির্মাণ কর্মীদেরকে আটক করা হয় । এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ইট, পাটকেলের ঢিল ছুড়তে শুরু করে । ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায় । উক্ত ঘটনায় বেশ কিছু মোটরবাইক ভাঙচুর হয় ।
বিক্ষোভ আন্দোলনে শামিল হন কল্যাণী পৌরসভা এলাকার স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায় । সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে নেন পুলিশকর্মীরা । এরপর গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !
অম্বিকা প্রশাসনের ওপর অভিযোগ করেন, পৌরসভা ঘনবসতিপূর্ণ এলাকায় পরিকল্পনার ভিত্তিতে প্রশাসন ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে । তিনি আরও বলেন, “আমি স্থানীয় বাসিন্দাদের স্বার্থে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম । পুলিশ আমাকে বেআইনিভাবে গ্রেফতার করেছে এবং বিনা কারণেই বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ চালাচ্ছে ।”
এরপর স্থানীয় বাসিন্দারা জানান যে, “তারা কোনোভাবেই ঘনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করতে দেবেন না । কারণ সেই অঞ্চলে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারে । তাঁরা প্রশাসনের কাছে এও দাবি করেছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য অন্য কোনো অনুপযুক্ত স্থান বাছাই করা হোক ।”
কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ নিয়ে পুলিশ প্রশাসন ও জনগণের এক বিবাদ সৃষ্টি হয় । এমন পরিস্থিতিতে পরিবেশবিষয়ক প্রকল্পের ক্ষেত্রে জনসাধারণের মতামত এবং পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন ।
“নবান্নে খাতায় সইয়ের বদলে ডিজিটাল হাজিরা !” কর্মীদের জন্য নতুন নির্দেশ অর্থ দফতরের !