Jio Recharge Plane :- আনলিমিটেড ডেটার সাথে জিও নিয়ে এসেছে সেরা 3 টি প্ল্যান ! সকল গ্রাহকদের নজর কারবে !

Jio Recharge Plane :- 2024 সালের লোকসভা নির্বাচনের পর জুলাই মাসের 3 তারিখ থেকেই সমগ্র ভারতে Reliance jio সিম পরিষেবা কোম্পানি রিচার্জ এর দাম বাড়িয়ে দিয়েছে । এর ফলে জনগণের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এই আবহে জিও কোম্পানি জনগণের সুবিধার কথা মাথায় রেখে 200 টাকার মধ্যে সেরা 3 টি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে । এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলের সাথে দৈনিক ইন্টারনেট পরিষেবাও গ্রাহকরা উপভোগ করতে পারবেন ।

কোম্পানির এই বাড়তি দাম নিয়ে গ্রাহকরা খুবই চিন্তিত । এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিলায়েন্স জিও কোম্পানি জনগণের সুবিধার জন্য সেরা 3 টি রিচার্জ প্ল্যান বাস্তবায়িত করেছে । এই রিচার্জ প্ল্যানগুলো সাধারণত ‘True Unlimited Upgrade‘ aad on গুলির ওপর ভিত্তি করে চালু করা হয়েছে । তাই জিও কোম্পানি 200 টাকার মধ্যে জনপ্রিয় সেরা 3 টি প্ল্যান নিয়ে আলোচনা করা হলো ।

* Jio Recharge Special 3 Planes :- 

জিও কোম্পানি এই ন্যূনতম প্ল্যানটির নাম দিয়েছেন ‘ True Unlimited Upgrade Plan ‘. কোম্পানির প্ল্যান 3 টি হল – 51 টাকা , 101 টাকা , 151 টাকার রিচার্জ প্ল্যানগুলি রয়েছে । গ্রাহকরা 4G+ পরিষেবার পাশাপাশি 5G আনলিমিটেড ডেটা পরিষেবাও উপভোগ করতে পারবেন ।

1. Jio 51 Rupees Recharge Plane :- 

জিওর 51 টাকার রিচার্জ প্ল্যানগুলিতে রয়েছে – আনলিমিটেড কলের পাশাপাশি 3 GB হাই স্পিড ইন্টারনেট ডেটা প্যাকের সুবিধা , থাকছে Unlimited হাই স্পিড 5G ইন্টারনেটের সুবিধা । তবে 5G পরিষেবা সমর্থন মোবাইলফোন গুলিতেই এই পরিষেবা চালু হবে

2. Jio 101 Rupees Recharge Plane :- 

জিও কোম্পানির 101 টাকার রিচার্জ প্ল্যানগুলিতে রয়েছে – আনলিমিটেড কলের পাশাপাশি 6 GB হাই স্পিড 4G+ ইন্টারনেটের সুবিধার পাশাপাশি Unlimited হাই স্পিড 5G ইন্টারনেটের সুবিধাও । তবে গ্রাহকদের মনে রাখতে হবে যে 5G ইন্টারনেট পরিষেবার একমাত্র 5G সমর্থনকারী স্মার্টফোনগুলিতেই কার্যকর হবে ।

3. Jio 151 Rupees Recharge Plane :- 

রিলায়েন্স জিওর 151 টাকা রিচার্জ প্ল্যানটিতে Unlimited হাই স্পিড 5G ইন্টারনেটের সুবিধা পাবেন । বিশেষ করে 5G পরিষেবা সমর্থনকারী ডিভাইস গুলিতেই এই পরিষেবা পাওয়া যাবে । এছাড়াও 4G+ হাই স্পিড ডেটার সুবিধাও পাবেন

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top