Jawan movie in japan:- বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের জওয়ান মুভি গত 29 নভেম্বর জাপানের সিনেমা হলে মুক্তি লাভ করে । তাই দেখে সেই সিনেমাহলকে কিং খান কৃতজ্ঞতা ভরা টুইট করে অভিনন্দন জানান । জাপানের এই সিনেমা মুক্তি লাভের পর লোকমুখে নানান ধরনের প্রশ্ন উঠে আসছে, কেউ বলছে কত টাকা ইনকাম হচ্ছে আবার কেউ কেউ বলছে প্রত্যেক টিকিটের দাম কত ?
শাহরুখ খানের জওয়ান ফিল্মটি ভারতের সিনেমা হলগুলিতে হিট হওয়ার পাশাপাশি গত 29 নভেম্বর জাপানের একটি সিনেমা হলেও এই সিনেমা মুক্তি লাভ করে । এই সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে তিনি অভিনয় করছিলেন ।
তবে কিং খান জানান, তার কেরিয়ারে চলতে থাকা সিনেমার মধ্যে JAWAN সিনেমাটি সবচেয়ে সফলতা লাভ করে । তবে সিনেমা হল গুলিতে ব্যবসার অংক যে আরও বৃদ্ধি পাচ্ছে, তা জাপানের এই সিনেমা হলের মাধ্যমেই স্পষ্ট বোঝা যায় ।
খবর মাধ্যমে জানা গিয়েছে, জাপানে মুক্তির দিনেই এই সিনেমাটি দেখার জন্য প্রায় 1960 টি টিকিট বিক্রি হয়েছে । তবে আপাতকালের দৃষ্টিতে জাপানের বক্স অফিসে হিট হওয়া ভারতীয় ছবির মধ্যে শাহরুখ খানের এই সিনেমাটি 5 নম্বর স্থান গ্রহণ করে । আরও পড়ুন, “বাথরুমের দৃশ্য দেখে প্রস্রাবই করতে পারিনি!”
।1. RRR – 8230 টিকিট ।
2. Sahoo – 6510 টিকিট ।
3. PATHAN – 2220 টিকিট ।
4. Salaar – 2200 টিকিট ।
5. JAWAN – 1960 টিকিট ।
6. BAHUBALI – 3187 টিকিট ।
এই বিষয় নিয়ে কেউ শাহরুখ খান টুইটারে টুইট করে লিখেছেন, “আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করি যে আপনি আপনাদের চমৎকার দেশে এই ছবি উপভোগ করবেন । আমরা ভারতে থেকেই এটি তৈরি করেছি, যাতে সারা বিশ্বের মানুষ এটি উপভোগ করতে পারে । জাপানে (sic) বসবাসকারী যারা এই মুভিটি দেখেছেন, তাদের সবাইকে আমার ভালবাসা এবং ধন্যবাদ।’
বর্তমানে জওয়ান সিনেমাটি জাপানের বাজারে প্রবেশ করতে চলেছে । পূর্বে এটি ভারতের বাজারে 761.98 কোটি টাকা এবং আন্তর্জাতিক বাজারে 386.34 কোটি টাকা রোজগার করেছে । মোট 1148,32 কোটি বর্তমান বাজারের আয় হয়েছে ।
তেলের টাকা না দিয়েই চম্পট!” চালকের এমন ঘটনার পেছনের রহস্য কী জানেন ?