Bangladesh Hindu’s Attack:- “বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ !” বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন …

Bangladesh Hindu’s Attack:- বাংলাদেশের প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এদিন এক হিন্দু নিধনযজ্ঞ চলছে । সনাতনীদের ওপর ইউনুস সরকারের বর্বর অত্যাচারের প্রতিবাদে এই যজ্ঞ শুরু হয় । গোটা বিশ্বে ইসকনের প্রতিটি মন্দিরে ইসকনের প্রত্যেকটি ভক্ত ও পন্ডিতরা তাদের ভগবানের কাছে প্রার্থনা চেয়ে বাংলাদেশের হিন্দুদের রক্ষার আহ্বান জানান ।

প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সনাতলীদের প্রতিবাদ মিছিলে গোটা বাংলাদেশ কাঁপছে । বিশেষত পদ্মা নদীর পাড়ে এই গর্হিত মিছিল সভা শুরু হয় । রাস্তার যানবাহন চলাচল বদ্ধ হয়ে যায় । এই মিছিল পদ্মা নদীর সংলগ্ন শহর গুলিতে সনাতনীদের । তবে এই মিছিলে শুধুমাত্র বাংলাদেশ এই হচ্ছে এমনটা নয়, গোটা বিশ্বে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছে ।

হিন্দুদের গর্জিত মিছিল সভার আয়োজনে ভয়ে আতঙ্কিত বাংলাদেশের বর্বর ইউনুস সরকার ও তার পোষা মৌলবাদীরা । হিন্দুদের এই প্রতিবাদী মিছিল দেখে মৌলবাদী সম্প্রদায় আরো উঠে পড়ে লেগেছে হিন্দুদের সাংস্কৃতিক ধ্বংস করার জন্য । এই আবহে এই বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে এই কর্মসূচি আয়োজিত করল ইসকন ।

“বাংলাদেশে হিন্দুদের (ISKON) ওপর অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেন সরকারের !”

গত রবিবার দেশের প্রতিটি ইসকন মন্দিরে ইসকনের ভক্তবৃন্দরা একত্রিত হয়ে মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন । মন্দিরের এক ভক্ত জানান, “বিশ্বজুড়ে 150 টিরও বেশি দেশে আমাদের এই ইসকন মন্দির রয়েছে । আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড হোক বা অন্যান্য দেশে ও আমাদের প্রতিষ্ঠান, মন্দির রয়েছে ।”

হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে স্থানীয় মন্দিরের এক ভক্ত জানিয়েছেন, “ধর্ম সবার…. মানুষ তো একটাই । তাই সে যে ধর্মেরই হোক বা যে বর্ণেরই হোক । প্রতিটি মানুষের একটাই ধর্ম । কিন্তু সেক্ষেত্রে এইভাবে আলাদা করে আক্রমণ একেবারেই অন্যায় কাজ ।” আবার কোন ভক্ত বলছেন, “এদের একটাই চিন্তাধারা যে, আমরা যেটা করবো সেটাই ঠিক । তা সেটা ভুল হলেও ঠিক । তালিবান, আইএসআই রা যেমনটা আচরণ করছে হিন্দুদের উপর ।”

মানবতার অবদান কি কোন ক্ষেত্রেই চোখে দেখেনা এগুলো সরকার ? তবে আসলে কি ইউনুস সরকার বাংলাদেশের মৌলবাদীদেরকে হিন্দু বিদ্বেষের ভুলিয়ে রেখে আসল সমস্যা গুলো থেকে নজর ঘোরাতে চায় । তবে বাংলাদেশের হিন্দুরাও ইউনুস ও তার বর্বর বাহিনীকে নিজের ইচ্ছে মতন যা কিছু করতে দিতেও ইচ্ছুক নন । তাই বাংলাদেশের পদ্মা নদীর পাড়ে হিন্দু সনাতনীদের এই গর্জন ভালই এর পাচ্ছেন ইউনুস সরকার ।

“সায়েন্স ল্যাবে সংঘর্ষ !” মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top