Japan metro viral video (জাপান) :- স্টেশনের দ্বারে দাঁড়িয়েই লোক সম্মুখে এক যুবক প্রস্রাব করলেন । সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দারুনভাবে ভাইরাল হতে শুরু করেছে । ঘটনাটি ঘটেছে 15 অক্টোবর, মঙ্গলবার জাপানের এক স্টেশনে । যুবকের এই কান্ড দেখে সেখানকার লোকজন অবাক উন্নয়দৃষ্টিতে তাকিয়ে থাকে । জাপানের এই যুবকের কান্ড দেখে সেখানকার লোকজন মন্তব্য করেছেন যে, “এরকম খারাপ কাজ কেবলমাত্র ভারতেই হয় না, জাপানেও হয়ে থাকে । তবে তা প্রচারের দৌড়ে অব্যাহত থাকায় বেশিরভাগ ঘটনাই ধামাচাপা পড়ে যায় ।
স্টেশনে একাধিক লোকের যাতায়াত হয়ে থাকে । প্রতিনিয়ত যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছোটাছুটি করে থাকেন । এরই মাঝে মেট্রো স্টেশনের ধারে এক যুবক লোক সম্মুখে প্রস্রাব করতে শুরু করলেন । তাই দেখে সেখানকার স্থানীয় লোকজন রীতিমতো হতবাক । এরপর তার সেই যুবকের কর্মকাণ্ড দেখে বেশিরভাগ লোকই ভিডিও শুট করে । ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ঘটনাটি ঘটে জাপানের এক মেট্রো স্টেশনে । ভাইরাল হওয়া উক্ত ভিডিওটি দেখে ভারত ছাড়াও এমন ঘটনা বাইরের দেশে হয়, এ নিয়ে লোক মুখে নানান মন্তব্য উঠে আসছে ।
ভিডিওতে আরো দেখা যায় , স্টেশনের প্ল্যাটফর্মের ধারে সেই যুবকের প্রস্রাব করায় , ইতিমধ্যেই সেখানকার স্থানীয় লোকজনেরা হতবাক হয়ে তার দিকে বার বার ঘুরে তাকাচ্ছে । যুবকের প্রতি লোকেদের নজর থাকা সত্বেও সে তার কুকর্ম করতে থামেনি । এরপরই স্টেশনের এক কর্মী তাকে টেনে নিয়ে যায় ।
Japan metro viral ভিডিওটি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে অরবিন্দ নামের একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে । ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “এমন ঘটনা কেবলমাত্র ভারতীয় হয় না । বাইরের দেশেও প্রায় সই এরূপ ধরনের ঘটনা ঘটে থাকে । তবে তা প্রচারের দৌড়ে অব্যাহত থাকায় বেশিরভাগ ঘটনাই ধামাচাপা পড়ে যায় ।”
গত মঙ্গলবার 15 অক্টোবরের জাপানের মেট্রো স্টেশনে যুবকের প্রস্রাবের 10 সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া দারুণভাবে ভাইরাল হতে থাকে । ভিডিওটিতে এখনো পর্যন্ত 10 লক্ষেরও বেশি ভিউজ , 5 হাজারেরও বেশি লাইক এবং হাজার হাজার কমেন্টের ঝড় বইছে । কমেন্ট বক্সে সেই জাপানের ভিডিওর পাশাপাশি বিদেশের আরো অন্যান্য কু কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হয়েছে । এক ভিডিওতে দেখা যাচ্ছে চীনের লোকাল ট্রেন গুলিতে ছাগলের পাল উঠানো হয়েছে । পাশাপাশি আরো ভিডিওতে দেখা যাচ্ছে ইউরোপের ফুটপাত গুলিতে লোকেদের প্রস্রাবের ছাপ । ভিডিওটি দেখে এই ব্যক্তি মন্তব্য করেন, ‘এইসব দিক থেকে বিদেশের বিভিন্ন শহরগুলির তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভালো ।’
আবারও এক ট্রেন দুর্ঘটনা ! ছিটকে গেল ট্রেনের শেষ কামরা ! আতঙ্কে যাত্রীরা !