IPS Cadre :- পশ্চিমবঙ্গ সরকারের IPS ক্যাডারের রদ বদলের কাজ শুরু ! কর্মীদের রদবদলে সরকার কী পদক্ষেপ নিলেন ?

IPS Cadre

IPS Cadre (কলকাতা) :- গত মঙ্গলবার 1 লা অক্টোবর পশ্চিমবঙ্গ সরকার IPS ক্যাডারের রোদ বদলের ভিত্তিতে সরকারি আদেশ অনুযায়ী রাজ্যের পুলিশ নিয়োগ বোর্ডের সুপারিন্টেনডেন্ট বসুকে WBPD অপেক্ষমান কর্মকর্তা হিসেবে বদলি করেছেন ।

সরকারি আদেশ অনুযায়ী গতকাল মঙ্গলবার এর সরকারি আইপিএস ক্যাডারের ছোটখাটো রদবদল নিয়ে বিশেষভাবে পদক্ষেপ চালু করেছেন । সরকারের এই পদক্ষেপে গত মঙ্গলবার পুলিশ নিয়োগ বোর্ডের সুপারেনটেনডেন্ট তথাগত বসুকে WBPD (West Bengal Police Directorate ) বাধ্যতামূলক ভাবে আপনার কর্মকর্তা হিসেবে তাকে বদলি করেছেন ।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা IGP দেবেন্দ্র প্রকাশ সিং কে কলকাতা পুলিশের CP তে বসানো হয়েছে , যেখানে বেঙ্গল স্পেশাল পাসপোর্ট এর কর্মকর্তা STF আইজিপি গৌরব শর্মা সিং কে প্রতিস্থাপন করা হয় ।

Bangal Doctor Strike :- ধর্মঘটে ফিরেছে বেঙ্গলের সমস্ত জুনিয়র ডাক্তাররা ! ঘোষণায়, আজ থেকেই বন্ধ সরকারি কার্যক্রম !

অপরদিকে রেলওয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে পঙ্কজ কুমার দ্বিবেদিকে রাজ্যের সেনাবাহিনী দের মধ্যে 6 তম ব্যাটালিয়ানের CO হিসেবে চিহ্নিত করা হয় ।

এছাড়াও কলকাতা পুলিশ বিভাগের DC Combat ব্যাটালিয়ান ড: কুনওয়ার ভূষণ সিং কে রেলওয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে চিহ্নিত করা হয় ।

“Hypocrisy at its Wrost” :- UNGA তে কাশ্মীরের বিবৃতি নিয়ে PAK প্রধানমন্ত্রীকে কটাক্ষ মন্তব্য !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “IPS Cadre :- পশ্চিমবঙ্গ সরকারের IPS ক্যাডারের রদ বদলের কাজ শুরু ! কর্মীদের রদবদলে সরকার কী পদক্ষেপ নিলেন ?”

  1. Pingback: NEET (Jay Kishor) :- NEET পরীক্ষায় উত্তীর্ণ জয়কিশোর (64)! ব্যাংকের রিটায়ারের পর ডাক্তারি পরার সিদ্ধান্ত! - Sambad Tarang

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top