
Instagram viral news:- ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকাল এমন কিছু কনটেন্ট ভাইরাল হয়, যা দেখে মনে প্রশ্ন জাগে—লজ্জা কি হারিয়ে ফেলার মতো কিছু হয়ে গেছে? সম্প্রতি এমনই একটি রিলে দেখা গেল এক ঘটনা, যেখানে একজন যুবক মহিলাদের পোশাক পরে রাস্তার মাঝখানে নাচছে । তার নাচের স্টাইল দারুণ, কিন্তু এই কাজ করে সে কী পেতে চায়? কিছু লাইক, কমেন্ট আর ফলোয়ার? কিন্তু এর বিনিময়ে সে কি হারাচ্ছে না তার ব্যক্তিত্ব, সম্মান আর লজ্জা? প্রশ্ন উঠেছে অনেকের মনেই ।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, একজন যুবক মাঝপথে পরনে হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পড়ে Instagram real বানাতে শুরু করে । যুবকের এই হাস্যকর শাড়ির বেশে ভিডিও দেখে আশেপাশের লোকেরা লজ্জা মন্তব্যের পাশাপাশি হাসতেও থাকে । কিন্তু যুবকটি সেখানেই থেমে থাকেনি সে তার লজ্জা মানবতা বোধ কে দূরে সরিয়ে ভিডিও বানাতে থাকে ।
আরও পড়ুন:-ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ! বছরের নতুন ভাইরাল গানে বাজিমাত সোশ্যাল মিডিয়া ।
সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেকেই ভাইরাল হওয়ার নেশায় এমন কাজ করেন, যা সমাজের চোখে অস্বাভাবিক বা অগ্রহণযোগ্য । কিন্তু এই ভাইরাল হওয়ার পেছনের মূল্য কি তারা ভেবেছিলেন একবারও ? কিছু মুহূর্তের জনপ্রিয়তার জন্য নিজের ব্যক্তিত্ব, সম্মান আর লজ্জাকে বিসর্জন দেওয়া কি ঠিক? লাইক, কমেন্ট আর ফলোয়ার কি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ?
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করতে চাওয়া কোনো খারাপ বিষয় নয়। কিন্তু এই জনপ্রিয়তা অর্জনের পদ্ধতি যেন সম্মানজনক হয়, সেদিকে খেয়াল রাখা উচিত । নিজের প্রতিভা, সৃজনশীলতা আর ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সফল হওয়াই জীবনের সবচেয়ে উত্তম কর্ম । তাই নিজের লজ্জা হারিয়ে, সমাজের রীতিনীতি উপেক্ষা করে ভাইরাল হওয়ার চেষ্টা করা কোনো সমাধান নয় ।
অন্য কিছু:- “ব্যক্তিগতভাবে জোলা লেগেছে ।” নদীয়ার ছাত্র-অধ্যাপিকার বিয়ে নিয়ে এ কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য !
ভাইরাল হওয়ার নেশায় নিজেকে হারিয়ে ফেলবেন না । বরং নিজের প্রতিভা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে যান । কারণ, লাইক-কমেন্টের চেয়ে আপনার ব্যক্তিত্ব ও সম্মানই বেশি মূল্যবান ।
Leave a Reply