Indian Railway :- ভারতের রেলমন্ত্রী এবারের পূজোয় জনগণের জন্য বাংলার সমস্ত জঙ্গল -নদী গুলি ভ্রমণের ক্ষেত্রে এক নূন্যতম আকর্ষণীয় ট্রেনের ঘোষণা করেছেন । বর্তমানে indian railway North Frontier রেল সরকারের আলিপুরদুয়ার জেলার অধীনেই রয়েছে সমস্ত পর্যটকদের আকর্ষণীয় ডুয়ার্সের সুন্দরতা ।
রেল সরকার পুজোর মরশুমে সাধারণ জনগণের জন্য ন্যূনতম রেল সড়কের মাধ্যম তৈরি করেছে । পুজোয় এই ট্রেনের মাধ্যমেই ডুয়ার্সের সমস্ত জঙ্গল নদী গুলি ভেতর দিয়েই ভ্রমণ করে যাত্রা সম্পন্ন করতে পারবেন ।
ভারতীয় রেল সরকার এই ট্রেনটির মাধ্যমে দেশের রেলঅর্থনৈতিক আয় বাড়াতে এবং পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এক্সপ্রেসটি লাটাগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু হবে এবং পরবর্তীতে ডুয়ার্সের ন্যূনতম রেলপথ দিয়ে চলাচল করবে ।
বর্তমানে North Frontier রেল সরকারের আলিপুরদুয়ার জেলার অধীনেই রয়েছে সমস্ত পর্যটকদের আকর্ষণীয় ডুয়ার্সের সুন্দরতা । তাই এই পরিস্থিতিতে রেল সরকার বাণিজ্যিক অর্থনীতির সুবিধার্থে এবং ডুয়ার্সে ভ্রমণকারী পর্যটকদের সন্তুষ্ট করার জন্য ন্যূনতম পর্যটকদের জনপ্রিয় ভিস্তা ডোম ট্রেনটি চলাচল শুরু করা হয়েছে । এই এক্সপ্রেসটি NGP অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে ডুয়ার্সের চাপড়ামারী বন জঙ্গলের মধ্য দিয়ে আলিপুরদুয়ারে গিয়ে শেষ হবে ।
তাই স্থানীয় ব্যবসায়ীদের আয় বাড়াতে এবং রেল দপ্তরের নিজস্ব আয় বৃদ্ধির কারণে রেল সড়ক পরিবর্তন করে লাটাগুড়ি থেকে দোমোহনি হয়ে চ্যাংড়াবান্ধা যাতায়াতের জন্য রেলসরকার ন্যূনতম ট্রেন চলাচলের জন্য উদ্যোগ নেন । এদিন আলিপুরদুয়ার জেলা ডিভিশনের indian railway কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি স্টেশনের দ্বিতীয় তম এক্সেলেটর অর্থাৎ বৈদ্যুতিক সিঁড়ি উদ্বোধন করার সময় বক্তব্য স্থানীয় জনগণদের এই ইঙ্গিত দিয়েছেন ।
এবারের দূর্গা পুজোয় BSNL নিয়ে এলো একগুচ্ছ রিচার্জ প্ল্যান অফার !
এছাড়াও ডুয়ার্সের কিছু ন্যূনতম সড়কগুলিতে পর্যটকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে রেলের উচ্চপদস্থ কর্মকর্তা জানান , যে সমস্ত পথগুলি দিয়ে ট্রেন চলাচল করে স্বাভাবিকভাবে আয় বৃদ্ধি ও পর্যটকদের সুবিধা হয় , টা নিয়ে খুঁটিয়ে দেখা হবে । তবে সরকারের এই পরিকল্পনার মাধ্যমে এবছর পূজায় ডুয়ার্সে ভ্রমণকারী পর্যটকদের জন্য থাকছে দারুন চমক ।
Pingback: Bangladesh Durga Puja 2024 :- 'এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে' পুজোর আগেই সন্ত্রাসবাদীদ
Pingback: BSNL pujo special recharge plans 2024, BSNL 82 Days Recharge Plane, BSNL Self Care AAP System :- এবারের দূর্গা পুজোয় BSNL নিয়ে এলো একগুচ্ছ রিচার্জ প্ল্যান অফা