India & Austria friendship :- ভারত এই সর্বপ্রথম অস্ট্রিয়ার সাথে ভবিষ্যৎকালের জন্য বন্ধুত্ব তৈরি করছে ! চ্যান্সেলের সাথে সাক্ষাৎ নরেন্দ্র মোদি !

India & Austria Friendship ( New Delhi ) :- 1983 সালের ইন্দিরা গান্ধীর রাজত্বের পর 41 এরও বেশি বছরের মধ্যে সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে উদ্দ্যেগ নেন । এরপর প্রধানমন্ত্রী মস্কোতে পৌঁছে সর্বপ্রথম চ্যান্সেলর নেহামার এবং সেই দেশের রাষ্ট্রপতি ভেনডার বেলনের সাথে সাক্ষাৎ কার্যের পাশাপাশি ভারত ও অস্ট্রিয়ার বিভিন্ন ব্যবসায়ী নেতাদেরকেও সম্বোধন জানানো হয় । তারপর আলোচনাসভায় কর্মকর্তারা ভারত ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুললে উভয় দেশের মধ্যেই এক রাজনৈতিক সম্পর্ক ও পারিপার্শ্বিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হয়ে উঠবে ।

১.৬. ভারত ও অস্ট্রিয়ার সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হয়ে উঠবে । এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত সময়ের অভাবে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার পূর্বে বুধবার অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল মেহামারের সাথে সাক্ষাৎ করেন ।  এরপর মোদি মঙ্গলবার মস্কো থেকে অস্ট্রিয়ায় 2 দিনের জন্য আসেন এবং তাকে সম্বোধন জানান অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শেলেনবার্গ ।

*আরও পড়ুন :- ঋষি সুনাকের 14 বছরের ইজরাইলের রাজনীতি কেড়ে নিল কিয়ার স্টারমারের লেবার পার্টি !

২.৬. দুই দেশের অংশীদারি সম্পর্কে আলোচনা চলাকালীন সেখানে উপস্থিত MEA রণধীর ভিয়েনায় তাদের দুজনের পারিপার্শিক দেশের জয়ী হওয়ার একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সেখানে মোদি ও নেহামারের আলিঙ্গন করার ছবি দেখা যায় । আবার অন্যদিকে চ্যান্সেলরের সাথে নরেন্দ্র মোদির সেলফি তুলতেও দেখা যায় । এছাড়াও অস্ট্রিয়ার ভ্রমণের আগে রবিবার নরেন্দ্র মোদী বলেছিলেন গণতন্ত্র , স্বাধীনতা ও শাসনের জন্য বিভিন্ন দিক থেকে এক সামঞ্জস্য বিধানে সহায়তা করে । যার ফলে দুই দেশ এক ভবিষ্যৎকালীন অংশীদারত্ত গড়ে তোলে ।

৩.৬. এরপর নেহামার তার নিজের ও নরেন্দ্র মোদির একটি সেলফি Micro Blogging ওয়েবসাইটে পোস্ট করে বলেছেন , ” ভিয়েনায় আপনাকে স্বাগত জানাই । অস্ট্রিয়ার ভূমিতে আপনার উপস্থিতি আমাদের কাছে আনন্দের বিষয় । ভারত এবং অস্ট্রিয়ার সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা রাজনৈতিক প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করছি ।”

*পড়তে থাকুন :-  ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়িত করলেন শেখ হাসিনা !

৪.৬. এরূপ অভ্যর্থনার জন্য নরেন্দ্র মোদি চ্যান্সেলরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন , আগামীদিনের আলোচনা সভার জন্যও তিনি অপেক্ষায় আছেন । দেশগুলি ( ভারত ও অস্ট্রিয়া ) ভবিষ্যতের এক সামঞ্জস্য বিধানের মধ্যে দিয়ে এগিয়ে যাবে । তার কারণ 1983 সালের ইন্দিরা গান্ধীর রাজত্বের পর 41 এরও বেশি বছরের মধ্যে সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার উদ্দ্যেগ নেন ।

৫.৬. টুইটারের অন্য একটি পোস্টে মোদি চ্যান্সেলরকে বলেছিলেন , ” আপনার সাথে ভিয়েনায় দেখা করে আমি খুবই আনন্দিত । নিশ্চিতভাবে আমার আশা অনুযায়ী ভারত ও অস্ট্রিয়ার সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হয়ে উঠবে ।”

৬.৬. অস্ট্রিয়ার সম্মেলন চলাকালীন আরও অন্যান্য দুটি দেশ ভারত ও অস্ট্রিয়ার সম্পর্ক গভীর করার ভিত্তিতে ও বিভিন্ন ভূ-রাজনৈতিক দিক থেকে হৃদয়পূর্ণভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 thoughts on “India & Austria friendship :- ভারত এই সর্বপ্রথম অস্ট্রিয়ার সাথে ভবিষ্যৎকালের জন্য বন্ধুত্ব তৈরি করছে ! চ্যান্সেলের সাথে সাক্ষাৎ নরেন্দ্র মোদি !”

  1. Pingback: Rahul Gandhi News :- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কমলা হেরিস এর সাথে ফোনে রাজীব গান্ধীর কী কথোপকথন হয়

  2. Pingback: India-China Border :- ভারতের সীমান্ত (প্যানগং) এলাকায় চীনের সামরিক ঘাঁটি স্থাপন ! - Sambad Taranga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top