Hydrozen Train, ভারতের রুটে ছুটতে চলেছে ‘হাইড্রোজেন ট্রেন’, ভাড়া কত? জানুন কবে থেকে চলছে?

Hydrozen Train

Hydrozen Train:- কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপরেই ছুটবে ভারতের রেলপথের বিভিন্ন রুটে হাইড্রোজেন টেন । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর পরিচালনায় এই ন্যূনতম ট্রেনের কাজ ভারতীয় রেলপথ গুলিতে দ্রুতগতিতে শুরু হয়ে গিয়েছে । এই এই ট্রেনের পরিকাঠামো তৈরিতে সরকার 2800 কোটি টাকা বিনিয়োগ করেছেন । তবে বর্তমানে এই ট্রেন চেন্নাই শহরের একটি কারখানায় তৈরি হচ্ছে ।

ভারতের মতো জনবহুল দেশে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে হাইড্রোজেন ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । বিশেষত পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । ভারতীয় রেলসরকার ইতিমধ্যেই এই নতুন হাইড্রোজেন ট্রেন তৈরিতে 2800 কোটি টাকা বিনিয়োগ করেছে । যেখানে দেশীয় প্রতিষ্ঠানগুলির মাধ্যমে মোট 35টি হাইড্রোজেন ট্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে ।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল গুলিতে চালু ডিজেল চালিত ট্রেনগুলিকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপনের লক্ষ্যে এই হাইড্রোজেন ট্রেন তৈরি করা হচ্ছে । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারত যদি এই হাইড্রোজেন ট্রেন চালু করতে সক্ষম হয়, তাহলে এটি বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন রুট হিসেবে পরিচিতি পাবে । এছাড়াও, হাইড্রোজেন ট্রেন নির্মাণের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেছেন ।

আরও পড়ুন:- গ্রীষ্মকালের স্বস্তি মেটাতে প্রস্তুত ICF AC local Train. ভাড়া কত? কোন রুটে ছুটবে এই ট্রেন?

তিনি এও জানিয়েছেন, এই ট্রেন নির্মাণ ভারতের একমাত্র লক্ষ্য নয়, বরং আগামী দিনে যাতে ট্রেন দুর্ঘটনা কম হয় সেই দিকে নজর দেওয়া । তাই পেট্রোল এবং গ্যাসকে বাঁচিয়ে কাজ করাই হলো একমাত্র উদ্দেশ্য ভারতের । বর্তমানে ভারতছাড়া অন্যান্য দেশগুলি 500 বা 600 হর্সপাওয়ার এর হাইড্রোজেন ট্রেন তৈরি করছে, যেখানে ভারত 1200 হর্সপাওয়ার এর ইঞ্জিনের হাইড্রোজেন টেন তৈরি করতে চলেছে । 

তবে খবরসূত্রে জানা গিয়েছে, 2025 সালের 31 মার্চের মধ্যেই হাইড্রোজেন ট্রেন চালু হতে পারে বলে আশা করা হচ্ছে । রেল কর্তৃপক্ষ এই প্রকল্প নিয়ে বেশ উদগ্রীব হয়ে উঠেছেন । প্রাথমিকভাবে, এই ট্রেনটি জিন্দ থেকে সোনিপথ পর্যন্ত চলাচল করবে । দিল্লির উত্তর রেলওয়ে জোনে প্রথমবারের মতো এই ট্রেন পরিষেবা চালু করা হবে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*