Hemant Soren :- জেল থেকে বেরোতেই ফের আরও একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে হেমন্ত সোরেন ! ইস্তফা দিলেন চম্পাই সোরেন !

Jharkhand :- জেল মুক্তির পর ঝাড়খণ্ডের JMM এর প্রধান Hemant Soren ফের আরও একবার মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন । জানা গিয়েছে JMM , RJD ও Congress সহ পার্টিরা বিধায়ক দলের এক বৈঠক সভায় হেমন্ত সোরেনকেই দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন । বর্তমানে হেমন্ত সোরেন সভাপতি পদে রয়েছেন । তাকে মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্যে চম্পাই সোরেনকে সেই আসন ত্যাগ করে সভাপতি আসনে বসতে হচ্ছে । পদ বদলের জন্য চম্পাই নিজেই তার দেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচি বাতিল করেছেন ।

১.৫. 2024 সালের 31 জানুয়ারি সেই সময়কালীন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইডির কাছে গ্রেফতার হন । ফলে তার মন্ত্রিপদ ইস্তফা দিতে হয় । আরজেডি , কংগ্রেস সহ অন্যান্য পার্টির উদ্যোগে চম্পাইকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয় । হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদ ইস্তফা দেওয়ার 36 ঘণ্টার মধ্যেই চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী আসনে বসার শপথ গ্রহণ করেন । তারপরেই ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলিতে বিরাট কারচুপি শুরু হয় । তবে জেল মুক্তির পর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজনীতিতে বিরাট কারচুপি লক্ষ্য করেন । ইস্তফা দেওয়ার পর থেকেই চম্পাই সরকারের বিভিন্ন কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে । এমনকি এও শোনা যায় , মুখ্যমন্ত্রীর উপস্থাপনায় 1500 শিক্ষকদের হাতে চাকরি তুলে দেওয়া সরকারি প্রোগ্রামও কোনো না কোনো কারণে প্রতিনিয়ত বাতিল করা হয়েছে । এছাড়াও চম্পাই নিজেই তার দেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচি বাতিল করেছেন । যার ফলে চম্পায়ের মুখ্যমন্ত্রী আসনের পদবদল অবধারিত হয় । 

২.৫. মুখ্যমন্ত্রী Hemant Soren রাঁচিতে 8.86 একর জমি বেআইনিভাবে দখল করে । তার এই জমিসংক্রান্ত ও বেআইনি মূলক দুর্নীতির মামলায় ইডি তাকে গ্রেফতার করে । তারপর তিনি তদন্তকারী সংস্থায় যাওয়ার পূর্বেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন । তারপর থেকেই একাধিক মামলার অভিযোগ ওঠে সুপ্রিমকোর্টে । 2024 এর লোকসভা নির্বাচনের পর উচ্চ আদালতের কাছে দাবি জানিয়েছিলেন যে ভোট প্রচারের জন্য তাকে জামিন দেওয়া হোক । কিন্তু আদালত তার এই দাবি বরখাস্ত করেন । তারপরেই 6 মাস পর ঝাড়খণ্ডের আদালত থেকে জামিন পান হেমন্ত ।

* আরও পড়ুন :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন …

৩.৫. হেমন্ত তাকে গ্রেফতার করার বিরুদ্ধে বলেছেন ,আমাকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছিল এবং ছয় মাস বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল ।”

৪.৫. হেমন্তর গ্রেপ্তার করার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল তার কিছু বক্তব্য প্রকাশ করেছেন – ‘ ঝাড়খণ্ডের রাজনীতিতে হেমন্ত সোরেন একজন শক্তিশালী আদিবাসী নেতা । তাকে বিনা অন্যায়ে গ্রেপ্তার করার বিষয়টিকে তীব্র নিন্দা জানাই । অবশ্যই এর পিছনে বিজেপি সমর্থনকারী এজেন্সির হাত রয়েছে । রীতিমতো এটা একটি জনপ্রিয় পার্টিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে । হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু । হেমন্তর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য শপথ নিয়েছি । তবে তার এই প্রতিবাদে ঝাড়খণ্ডের জনগণ কড়া জবাব দেবে । প্রতিবারের ন্যায় এবারও বিজয় লাভ করবেন হেমন্ত সোরেন ।”

* পড়তে থাকুন :-  বিশেষ উদ্যোগে ত্রিপুরায় ‘মেডিক্যাল কলেজ’ খুললেন শুভেন্দু অধিকারী …

৫.৫. অপরদিকে এ বছরের অক্টোবর মাস পেরোলেই শুরু হবে বিধানসভা নির্বাচন । ফলে Hemant Soren এর জেল থেকে মুক্তি পাওয়া ঝাড়খণ্ডের জেএমএম সরকারের শাসকদলের কাছে এক বিরাট স্বস্তির প্রভাব পড়ে । তাই এই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গতবারের মতোই এবারও শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর উপক্রম চলছে । এর জন্যই চম্পাই সোরেনের কারচুপি মূলক কর্মসূচি গুলি বাতিল করে নতুন করে কর্মসূচি ধারণ করার উদ্যোগ নেওয়া হয় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top