
Hawrah Station :- মূলত হাওড়া রেল স্টেশনের দীর্ঘ কম হওয়ার কারণে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে এতদিন ধরে সর্বোচ্চ মাত্রায় 12 টি কোচের লোকাল ট্রেন চলাচল করত । তবে বর্তমানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ সম্পন্ন হওয়ার পর এখন থেকে এই প্ল্যাটফর্ম থেকে 22 বা 24 টি কোচের দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও ছাড়তে সক্ষম হবে । এছাড়াও জানা গেছে, হাওড়া ডিভিশন রেকর্ড সময়ের মধ্যে 15 নম্বর প্ল্যাটফর্মের উন্নয়ন কাজ সম্পন্ন করে এটিকে ব্যবহারের জন্য চালু করা হবে ।
আর অপরদিকে, পাশের 16 নম্বর প্ল্যাটফর্মটি মূলত সেলুন কার বা বিশেষ ট্রেনের জন্য ব্যবহৃত হত । এই প্ল্যাটফর্মের কাজ শেষ হওয়ার পর এখন থেকে এটি আপৎকালীন পরিস্থিতিতে দুর্ঘটনামুক্ত ট্রেন চালানোর জন্য ব্যবহার করা হবে এবং সেলুন কারের জন্য এখন 8 নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে । এই পরিবর্তনগুলি হাওড়া স্টেশনের সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয় ।
আরও পড়ুন :- ভারতের রুটে ছুটতে চলেছে ‘হাইড্রোজেন ট্রেন’, ভাড়া কত? জানুন কবে থেকে চলছে?
এরইমাঝে হাওড়া ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সম্প্রতি 15 ও 16 নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করেছেন । তিনি জানান, কাজের গুণমান বজায় রেখে যত দ্রুত সম্ভব এই প্রকল্পটি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে । তিনি উল্লেখ করেন, এই দুই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হলে দূরপাল্লার ট্রেন পরিচালনায় উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে ।
এছাড়াও হাওড়া জেলা মিলিয়ে মোট 23 টি প্ল্যাটফর্ম রয়েছে । যার ওপর দিয়ে দিনে 10 লক্ষেরও বেশি যাত্রীরা যাতায়াত করে । এই উদ্যোগের মাধ্যমে হাওড়া স্টেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে ।
আরও পড়ুন :- অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …
তবে বর্তমানে হাওড়া স্টেশন থেকে প্রতিদিন 450টি শহরতলি এবং 107টি দূরপাল্লার ট্রেন চলাচল করে । এই স্টেশনে মোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম ওল্ড কমপ্লেক্সে এবং 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম নিউ কমপ্লেক্সে অবস্থিত । তবে অনেকেরই অজানা যে, হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মের কোনো অস্তিত্বই নেই ।
এছাড়াও পূর্বথেকেই হাওড়া স্টেশনের ইতিহাস বেশ সমৃদ্ধ । 1905 সালে মাত্র সাতটি প্ল্যাটফর্ম নিয়ে এর যাত্রা শুরু হয় । এরপর 1984 সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে 15-এ পৌঁছায় । 1992 সালে স্টেশনে একটি নতুন টার্মিনাল তৈরি করা হয় এবং 2009 সালে প্ল্যাটফর্মের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে বর্তমান 23-এ দাঁড়ায় ।
আরও পড়ুন :- পুনরায় চীনের 36টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত! পেছনের কারণ ও প্রভাব জানেন কী?
Leave a Reply