Hawkers Eviction:- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরাট তোলপাড় !

Kolkata :- গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিক তথা পৌরসভার চেয়ারম্যান , পৌরনিগমের মেয়র সহ প্রশাসনিক আধিকারিকদের বৈঠক সভায় ডেকেছিলেন । সেই সভাতেই এই বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর অর্থাৎ Hawkers Eviction ঘটনায় ওপর অত্যন্তভাবে ক্ষোভ প্রকাশ করেন ।

১.৫. নবান্ন অভিযান চলাকালীন সোমবার বিকেল, মঙ্গলবার ও বুধবার থেকেও কলকাতার বিভিন্ন শহরাঞ্চলগুলিতে বেআইনিভাবে দখল করা দোকানগুলির উচ্ছেদকার্যে বিশেষভাবে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ও পৌরসভা কর্মীরাও । সেগুলিকে ভাঙার জন্য আনা হয়েছে বুলডোজার । এমনকি বেহালা থেকে নিউ টাউনের সমস্ত বেআইনিভাবে দখলদারি দোকানগুলিকেও উচ্ছেদ করছে । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বিশেষ কিছু দ্রব্যাদিও। এই অপ্রত্যাশিত ঘটনার ফলে দোকানিরা ক্ষোভে ভেঙে পড়ে এবং দুঃখের সহিত অভিযোগ জানান – এ বার আমরা খাব কী ?

২.৫. এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহর অঞ্চলগুলিতে পানীয় জল , পরিছন্নতা ও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা থেকে শুরু করে রাস্তা দখল করে তার ওপর বেআইনিভাবে দোকান দেওয়ার বিষয়টিকে নিয়ে নীরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে মমতার কাছে মন্ত্রী বিধানদেরকেও জবাব দিতে হয় । বিধাননগর পৌরসভা সহ পশ্চিমবঙ্গের গড়িয়াহাট ও SSKM হাসপাতাল সংলগ্ন ফুটপাতে বসে থাকা দোকানগুলিকে পুলিশ কর্মীরা হুমকি দেয় দোকান সরানোর জন্য । এই পরিকল্পনায় বিধাননগরের ৩৭ নম্বর সহ বিভিন্ন অঞ্চলের দখলকারী দোকানের পরিকাঠামো গুলোকে বুলডোজারের মাধ্যমে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ।

*আরও পড়ুন :-  ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়িত করলেন শেখ হাসিনা …

৩.৫. এরপর বুধবারও ঠিক একই ঘটনা ঘটতে দেখা যায় । এদিনও কলকাতার বেশ কিছু অঞ্চলগুলির বেআইনিভাবে দখল করা ফুটপাতের দোকানগুলিকে উঠে যাওয়ার জন্য বলা হয় । এমনকি শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা বিশিষ্ট বেহালা , রংপুর ও রাজাবাজারেও এই অভিযান শুরু হয় । আর দোকানগুলিকে Hawkers Eviction জন্য নিয়ে আসা হয় বুলডোজার ।

৪.৫. বেহালার রাস্তার ধারে ফুটপাতে অপর্ণা দাস নামে এক ভদ্র মহিলা ও তার স্বামী মিলে এক ছোটমোটো দোকান চালাতো । বুধবার দখল উচ্ছেদের সেই অভিযানে তাদের দোকান ও ভেঙে ফেলে । ফলে তারা বিরাট ক্ষোভ প্রকাশ করে বলেন – ” এ বার আমরা খাব কী ? তিনি আরও বলেন , আমাদের তো আর কোনো অন্য উপায় নেই পয়সা কমানোর । এই দোকানের ওপরেই আমাদের সংসার চলত । এমনকি মেয়ের পড়াশোনা যাবতীয় সমস্ত খরচ এই দোকানের ওপরই নির্ভরশীল । এবার কি করবো আমরা ? ” এই পরিস্থিতিতে অপর্ণা দাসই নন একমাত্র আরও হাজার হাজার দোকান উচ্ছেদ হয়েছে । আবার কেউ কেউ পুলিশকর্মীদের এই পরিকল্পনায় অভিযোগও তুলছে । এছাড়াও তন্ময় দাস নামে আরও অনেক ব্যবসায়ী ক্ষোভে ফেটে গিয়ে বলেন -” গত ৩০ বছর ধরে আমরা এখানে ব্যবসা করছি । রীতিমতো এই জমির হকার কার্ড রয়েছে আমাদের সকলের কাছে । তারা সকলেই এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক করার জন্য সরকারের কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন । কিন্তু সেটা না করে কোনো কথা নেই সরাসরি দোকান উচ্ছেদ ?” খোবরসূত্রে জন্য যায় কলকাতা কমিশনার বিনীত গোয়াল বলেন বেআইনিভাবে দখন উচ্ছেদের এই অভিযান বুধবার সমেত আরও চলবে ।

*পড়তে থাকুন :- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন …

৫.৫. বেআইনি দখল উচ্ছেদ নিয়ে বিরোধী দলের বিজেপি রাজ্যসভার সংসদরা বলেন – এটি একটি স্বাভাবিক নাটক প্রক্রিয়া । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়কে যদি বেআইনি যখন উচ্ছেদকার্য মত করতে হয় , তাহলে তাকে নদীর পারের সরকারি খাস জমির দখল ছাড়তে হবে । পদক্ষেপ নিলে সকলের জন্যই নিতে হবে । অন্যদিকে হকার সংগঠন ও কলকাতার মেয়র দেবাশীষ কুমার এবং ফিরহাদ হাকিম উভয়ই আলোচনায় বসেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

1 thought on “Hawkers Eviction:- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরাট তোলপাড় !”

  1. Pingback: LPG Cylinder Price :- মাসের শুরুতেই হঠাৎ এলপিজি গ্যাসের দাম বাড়ল ! বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন ! - sambadtaranga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top